RCB Squad Update: চোট পেয়ে ছিটকে যাওয়া উইলির বদলে ঘরের ছেলেকে ঘরে ফেরাল আরসিবি
চোটের জন্য চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্রিটিশ তারকা ডেভিড উইলি। এখনও প্রায় অর্ধেক টুর্নামেন্ট বাকি থাকায় আরসিবি কোনও ঝুঁকি না নিয়ে উইলির পরিবর্ত ক্রিকেটার খুঁজে নিল। এক্ষেত্রে তাঁরা ঘরের ছেলেকে ঘরে ফেরানোর সিদ্ধান্ত নেয়।
আরসবি চোট পেয়ে ছিটকে যাওয়া ডেভিড উইলির পরিবর্ত হিসেবে দলে নেয় অভিজ্ঞ ভারতীয় অল-রাউন্ডার কেদার যাদবকে, যিনি এর আগেও ব্যাঙ্গালোরের জার্সিতে আইপিএলে মাঠে নেমেছেন। ২০১৬ সালে দিল্লি ফ্র্য়াঞ্চাইজির কাছ থেকে ট্রেড উইন্ডো দিয়ে কেদারকে দলে নেয় আরসিবি। ২টি মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মোট ১৭টি আইপিএল ম্যাচে মাঠে নামেন তিনি। সেই ১৭টি ম্যাচে ১টি অর্ধশতরান-সহ সাকুল্যে ৩০৯ রান সংগ্রহ করেন যাদব।
২০১০ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএলে হাতেখড়ি হয় কেদার যাদবের। পরে তিনি কোচি টাস্টার্স কেরালা, আরিসিবি ও চেন্নাই সুপার কিংস ঘুরে যোগ দেন সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে। যাদব ২০২১ সালে শেষবার হায়দরাবাদের জার্সিতেই আইপিএল ম্যাচে মাঠে নামে। গত আইপিএল নিলামে অবিক্রিত থাকার পরে ফের ইন্ডিয়ান প্রিমিয়র লিগের আঙিনায় ফিরে এলেন কেদার। আরসিবি তাঁকে ১ কোটি টাকার বিনিময়ে দলে নেয়।
আরও পড়ুন:- WTC Final-এর আগে পূজারার নেতৃত্বে মাঠে নামছেন স্টিভ স্মিথ, দুর্বলতা কি জেনে যাবেন? কী বলছেন চেতেশ্বর?
কেদার যাদব সব মিলিয়ে ৯৩টি আইপিএল ম্যাচে মাঠে নেমে ২২.১৫ গড়ে ১১৯৬ রান সংগ্রহ করেন। তিনি হাফ-সেঞ্চুরি করেছেন চারটি। চলতি মরশুমে আরসিবি একজন অভিজ্ঞ ভারতীয় ব্যাটসম্যানের অভাব টের পাচ্ছে। আসলে রজত পতিদার চোট পেয়ে ছিটকে যাওয়ার পরে আর কোনও ঘরোয়া ক্রিকেটার ব্যাট হাতে ব্যাঙ্গালোরকে নির্ভরতা দিতে পারেননি। আরসিবির ব্যাটিং পুরোপুরি কোহলি, ডু’প্লেসি ও ম্যাক্সওয়েলের উপর নির্ভরশীল হয়ে দাঁড়িয়েছে। দীনেশ কার্তিকও এবছর ব্যাট হাতে নজর কাড়তে পারেননি। যার ফলেই কেদারের দিকে ফিরে তাকায় আরসিবি।
আরও পড়ুন:- পড়ে যাওয়া মহিলাকে সাহায্য না করে ছবি শিকারীদের পোজ দিতে ব্যস্ত তারকা ক্রিকেটার, ক্ষুব্ধ নেটিজেনরা- ভিডিয়ো
কেদার টিম ইন্ডিয়ার হয়ে ৭৩টি ওয়ান ডে ও ৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমেছেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৬টি হাফ-সেঞ্চুরি ও ২টি সেঞ্চুরি-সহ ১৩৮৯ রান সংগ্রহ করেছেন তিনি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১টি অর্ধশতরান-সহ ১২২ রান করেন যাদব। দেশের হয়ে ওয়ান ডে ক্রিকেটে ২৭টি উইকেটও নিয়েছেন কেদার। যদিও আইপিএল ম্যাচে বল করতে দেখা যায়নি তাঁকে। এখন দেখার যে দরকারের সময় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজির আস্থার মর্যাদা দিতে পারেন কিনা অভিজ্ঞ কেদার যাদব।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here