RCB হল অফ ফেমে জায়গা পেলেন গেইল-এবিডি, সামনে এল নতুন জার্সি
আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে ১৬তম আইপিএল। তার আগে থেকেই আইপিএল জ্বরে কাঁপতে শুরু করেছে গোটা ভারত। আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ দল রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর এই দলের রয়েছেন বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসির মতো হেভিওয়েট ক্রিকেটার। রবিবার তাদের ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে ২০ হাজারেরও বেশি সমর্থকদের উপস্থিতিতে সামনে আনল তাদের নতুন জার্সি। আর এই অনুষ্ঠানের নাম দেওয়া হয় আরসিবি আনবক্স। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও বর্তমান অধিনায়ক ফাফ ডু প্লেসি। এছাড়া অনুষ্ঠাতে উপস্থিত ছিলেন ক্রিস গেইল এবং এবি ডি’ভিলিয়ার্স। সঙ্গে উপস্থিত সমর্থকদের ভিড় ও উন্মাদনা ছিল চোখে পড়ার মত।
ট্রফি জয়ের স্বপ্নকে সঙ্গী করে নতুন উদ্যমে নামতে চলেছে আরসিবি। জার্সি উন্মোচনে এসে অধিনায়ক ডু প্লেসি বলেন, ‘৩ বছর পর স্টেডিয়ামে সমর্থকদের স্বাগত জানাতে আমি বেশ উত্তেজিত। আরসিবি আনবক্সের অনুষ্ঠানে ভক্তদের সামনে অনুশীলন করার মতো একটি আনন্দদায়ক অভিজ্ঞতা হল। এবি এবং ক্রিসকে আজকের বিশেষ দিনের জন্য স্বাগত জানানোও অসাধারণ একটা ব্যাপার। আলাদা এক শক্তি অনুভব করতে পেরে ভালো লাগছে।’
নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠানে হল অফ ফেম দেওয়া হয় প্রাক্তন ক্রিকেটাক ক্রিস গেইল এবং এবিডিকে। ব্যাঙ্গালোরের হল অফ ফেমে জায়গা করে নেন তারা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্মানের চিহ্ন হিসাবে গেইলের ৩৩৩ এবং এবিডিকে ১৭ নম্বর জার্সিকে আর ব্যবহার করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটা জানানো হয়েছে। মূল অনুষ্ঠান শেষে গায়ক সোনু নিগম এবং জেসন ডেরুলো সঙ্গীত পরিবেশন করেন।
গেইল, আরসিবি হয়ে ৮৪টি ম্যাচ খেলেছেন। ৪৪ গড়ে ৩ হাজার ১৬৩ রান করেছেন। গেইল বলেন, ‘প্রথমত, আমাকে হল অফ ফেমে অন্তর্ভুক্ত করার জন্য আরসিবিকে অনেক ধন্যবাদ। চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির হয়ে খেলার সময়ের অনেক মজার স্মৃতি আমার আছে। দল সতীর্থরা এবং সর্বোপরি ভক্তদের সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে পেরে খুব আনন্দ হয়েছে। আরসিবি, আরসিবি স্লোগান সবসময় আমার সঙ্গে থাকবে।’
অন্যদিকে এবি ডি’ভিলিয়ার্স আরসিবির হয়ে ১৪৪টি ম্যাচ খেলে প্রায় ৪৪৯১ রান সংগ্রহ করেছেন। তিনিও আরসিবির থেকে এই সম্মান পেয়ে বলেন, ‘আমাকে হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা সত্যি আমার কাছে তা গর্বের বিষয়। এটা আমার হৃদয়ে একটি বিশেষ স্থান পেয়েছে। আমি চিন্নাস্বামী স্টেডিয়ামের পরিবেশ মিস করছি। আরসিবি আনবক্সের সময় আরও একবার সেই সব অভিজ্ঞতা পাওয়া আমার জন্য রোমাঞ্চকর একটা অনুভূতি।’
For all the latest Sports News Click Here