RCB সমর্থকদের ভালোবাসা পেয়ে চোখ জলে ভরে গেল, আবেগপ্লুত এবি ডি’ভিলিয়ার্স
বিশ্ব ক্রিকেটের সবথেকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। আর এই আইপিএলের অন্যতম দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এটি শুধু ফ্র্যাঞ্চাইজি নয়, একটা সম্পূর্ণ পরিবার হয়ে উঠেছে। ১৬তম আইপিএলে অনেক ক্রিকেটার এই দলের সঙ্গে যুক্ত হয়েছে, আবার ছেড়ে চলে গিয়েছে। তবে কিছু ব্যতিক্রমী প্লেয়ারও আছেন। যেমন বিরাট কোহেলি, ক্রিস গেইল, এবি ডি’ভিলিয়ার্স। এদের কাছে দল কতটা গুরুত্বপূর্ণ এবং দলের কাছে এরা কতটা গুরুত্বপূর্ণ তা সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রকাশ পেয়েছে। বিরাট কোহলি গত দীর্ঘ ১৫ বছর ধরে একই দলের হয়ে খেলছেন। ক্রিস গেইল ও এবি ডি’ভিলিয়ার্স প্রাক্তন হলেও ফ্র্যাঞ্চাইজিতে গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছেন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে আরসিবি এবি ডি’ভিলিয়ার্স এবং ক্রিস গেইলকে হল অফ ফেমে জায়গা দেওয়া হয়েছে। গেইল এবং ডি’ভিলিয়ার্সের জার্সি সংরক্ষিত করে রাখা হয়েছে। একই সঙ্গে অন্য কোনও ক্রিকেটারকে সেই জার্সি নম্বর না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। প্রাক্তন হয়েও ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে এই ভালোবাসা পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত দুই তারকা ক্রিকেটার।
ব্যাঙ্গালোরের তরফ থেকে এই সম্মান পেয়ে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা অধিনায়ক একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন, ‘আমি জানি না কোথা থেকে শুরু করব। ২৬ মার্চ আরসিবি আমাকে ও গেইলকে তাদের হল অফ ফেমে জায়গা দিয়েছে। আমাদের জার্সিকে সম্মান জানিয়েছে এবং অবসর দিয়েছে। যখন আমার স্ত্রী এবং দুই ছেলে মেয়ে আরসিবি শিবির অনুষ্ঠানে প্রবেশ করে এক অসাধারণ অভিজ্ঞতা হচ্ছিল। এই জায়গা দিয়ে আমি বহুবার হেঁটে গিয়েছি। কিন্তু সেই সময় হাটতে অদ্ভুত লাগছিল।’
তিনি আরও বলেন, ‘যখন আমি চিন্নাস্বামীর ভরা স্টেডিয়ামের গ্যালারিতে পা রাখি আমার চোখ জলে ভরে যায়। সেই সময় আমি আবেগের সমুদ্রে ভাসছিলাম। শরীরের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। সেই সময়টা শুধু আমার ছিল। নিজের জন্য সময় পেয়ে অসাধারণ লাগছিল। এমনটা হবে আমি কোনও দিনও ভাবতে পারিনি। নিজেকে সত্যি গর্বিত বোধ করছিলাম। এই ভরা স্টেডিয়ামে অনেক ম্যাচ খেলেছি আরসিবির হয়ে। আজও একই পরিবেশ রয়েছে।’
এবিডি এখানেই না থেমে আরও যোগ করেন, ‘২০০৩ সাল থেকে ভারতে কাটানো বিভিন্ন স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে উঠছিল। এই দেশ এবং জনগণের সঙ্গে আমার এক গভীর সম্পর্ক তৈরি হয়েছে। যার জন্য আমি চিরজীবন কৃতজ্ঞ থাকবো।’ সর্বশেষে তিনি ব্যাঙ্গালোর দলের সমস্ত সতীর্থ ব্যাঙ্গালোর দল এবং বিশেষ করে বিরাট কোহলিকে অসংখ্য ধন্যবাদ জানান।
For all the latest Sports News Click Here