RCB-র জন্য বড় খবর! ছিটকে গেলেন রিস টপলি, শীঘ্রই আসছেন হাসারাঙ্গা-হ্যাজেলউড
শুভব্রত মুখার্জি: আশঙ্কা ছিলই। এ বার সেই আশঙ্কাই প্রতিফলিত হল বাস্তবে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সমর্থকদের জন্য খারাপ খবর শোনালেন দলের হেড কোচ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মরশুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলছিল আরসিবি। সেই ম্যাচ চলাকালীন সঞ্জয় বাঙ্গার জানিয়ে দিলেন চোট পেয়ে চলতি মরশুমের আর বাকি সময়টা আরসিবির হয়ে কোন ম্যাচ খেলতে পারবেন না তাদের বাঁহাতি পেসার রিস টপলি। মরশুমের প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কাঁধে চোট পেয়েছিলেন টপলি। সরে গিয়েছিল তাঁর ডান কাঁধের হাড়। আর সেই কারণেই ছিটকে যেতে হল তাঁকে।
আরও পড়ুন… শাকিব-লিটনদের জন্য KKR-এর বিশেষ প্রস্তাব, মানল না BCB! জেনে নিন আসল ঘটনা
চিন্নাস্বামী স্টেডিয়ামে মুম্বইয়ের বিরুদ্ধে ফিল্ডিং করার সময়ে দুর্ঘটনাটি ঘটে টপলির সঙ্গে। পড়ে গিয়ে আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে মাঠেই টিম ডাক্তার তাঁর সরে যাওয়া হাড় আবার জায়গায় বসিয়ে দেন। আশা করা হয়েছিল এরপর স্ক্যান করার পরে হয়তো সুখবর আসবে আরসিবির জন্য। ইতিমধ্যেই স্ক্যানের রিপোর্ট চলে এসেছে এবং সেই রিপোর্টেই নিশ্চিত হয়ে গিয়েছে রিস টপলির ছিটকে যাওয়া। একথা নিশ্চিত করেছেন সঞ্জয় বাঙ্গার। এই মরশুমেই আইপিএলে অভিষেক হয়েছিল রিস টপলির। মাত্র দুই ওভার তিনি বল করতে পেরেছিলেন। আর তাতেই ১৪ রান দিয়ে নিয়েছিলেন ১ টি উইকেট। বাঙ্গার নিশ্চিত করেছেন ইংল্যান্ড পেসার টপলি ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন।
আরও পড়ুন… ভিডিয়ো: পরপর বলে আউট বেঙ্কটেশ, মনদীপ! উইলির সুইংয়ে বেআব্রু KKR টপ অর্ডার
তবে সঞ্জয় বাঙ্গার যে আরসিবি ভক্তদের জন্য সবটাই খারাপ খবর দিয়েছেন তা নয়। কেকেআর বনাম আরসিবি ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকারদের প্রশ্নের উত্তরে বাঙ্গার জানান শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং অস্ট্রেলিয়ার পেসার জোশ হ্যাজেলউড শীঘ্রই দলের সঙ্গে যোগ দিতে চলেছেন। হাসারাঙ্গা নিউজিল্যান্ডে রয়েছেন। সেখানে জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলছেন। হাসারাঙ্গা ১০ এপ্রিল ভারতে আসছেন। তা নিশ্চিত করেছেন বাঙ্গার। অন্যদিকে ১৪ এপ্রিল ভারতে এসে পৌঁছাবেন জোশ হ্যাজেলউড। তবে বাঙ্গার জানিয়েছেন জোশ হ্যাজেলউড এখনও ম্যাচ ফিট নন। তাঁর ম্যাচ ফিট হতে সময় লাগবে। তবে রিস টপলির পরিবর্তের কথা এখনও ঘোষণা করা হয়নি আরসিবির তরফে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here