RCB যতদিন না IPL জিতবে, ততদিন বিয়েই করব না! ভাইরাল মহিলা ভক্তের প্রতিজ্ঞা
১৫তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২২তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচে দুই দল মুম্বইয়ের ডিওয়াই প্যাটিল স্পোর্টস অ্যাকাডেমি স্টেডিয়ামে আমনে সামনে নেমেছিল। এই ম্যাচেই চলতি মরশুমের প্রথম জয় পেয়েছে রবীন্দ্র জাদেজার চেন্নাই সুপার কিংস। তবে এই ম্যাচে গ্যালারিতে ধরা পড়ল এক অন্যরকম ছবি। যা সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। আসলে এ দিনের খেলা চলাকালীন এক মহিলা ভক্তের পোস্টার খুব ভাইরাল হচ্ছে। এ দিনের ম্যাচ চলাকালীন RCB-র এক মহিলা ভক্ত একটি পোস্টার নিয়ে মাঠে গিয়েছিলেন। তাতে লেখা ছিল যে RCB আইপিএল ট্রফি না জিতলে তিনি বিয়েই করবেন না। যা দেখে নেটিজেনরা বেশ মজা করছেন। আইপিএল-এর আরও খবর দেখতে এখানে ক্লিক করুন…
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখনও পর্যন্ত ১৫টি মরশুমেই আইপিএল-এ অংশ নিয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত একটিও শিরোপা জিততে পারেনি ব্যাঙ্গালোর। এরপরে দীর্ঘ সময় ধরে RCB ভক্তরা অপেক্ষা করছেন। তারা এখনও নিজেদের আশা ছাড়েননি। সেই কারণেই তারা এমন পোস্টার নিয়ে মাঠে উপস্থিত হয়েছেন। তবে নেটিজেনরা বলছেন যদি RCB না জিততে পারে তাহলে মহিলা আর বিয়েই করবেন না। যেটা খুব দুঃখের হবে। তাই এবার ঐ মহিলার জন্য বিরাট কোহলিদের IPL জিততে হবে। এই মহিলা ক্রিকেট ভক্তের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর শেয়ার করা হচ্ছে এবং লোকেরা এটি সম্পর্কে কিছু মিমও শেয়ার করছে।
এদিনের ম্যাচে টস জিতে প্রথমে সিএসকেকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় আরসিবি। চেন্নাই নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ২১৬ রান তোলে। শিবম দুবে ৯৫ রান করে অপরাজিত থাকেন। রবিন উথাপ্পা ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। জবাবে ব্যাঙ্গালোর ১৯৩/৯ রান তোলে। এ দিন RCB ২৩ রানে পরাজিত হয়।
For all the latest Sports News Click Here