RCB- ম্যাচে এই কাজগুলি করতেই হবে, নয়ত পরের IPL-র পরিকল্পনা শুরু করতে হবে KKR-কে
প্রথম লেগে ‘লর্ড’ শার্দুল ঠাকুরের সৌজন্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে উড়িয়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আজ ফিরতি লেগে বিরাট কোহলিদের বিরুদ্ধে চিন্নস্বামী স্টেডিয়ামে নামছে নাইট ব্রিগেড। আপাতত লিগ তালিকায় নীতীশ রানারা আট নম্বরে আছে। লাগাতার চার ম্যাচে হেরে রীতিমতো বেকায়দায় আছে কেকেআর। আজ আরসিবির বিরুদ্ধে না জিতলে আইপিএল থেকে কার্যত ছিটতে যেতে হবে নাইটদের। সেই পরিস্থিতিতে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জিততে গেলে কেকেআরকে কী কী করতে হবে, তা দেখে নিন –
ওপেনিং জুটি ও পাওয়ার প্লে’তে রান চাই কেকেআরের
ইতিমধ্যে আইপিএলের প্রথম সাতটি ম্যাচে পাঁচটি নয়া ওপেনিং জুটি ব্যবহার করে ফেলেছে কেকেআর। কিন্তু একবারও ৩০ রানের বেশি ওঠেনি। ওপেনিং জুটির ব্যর্থতার কারণে পাওয়ার প্লে’তেও রানের গতি থমকে গিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত এবারের আইপিএলে পাওয়ার প্লে’তে সর্বাধিক উইকেট (১৭ টি উইকেট) হারিয়েছে কেকেআর। আর প্রথম ছয় ওভারে কেকেআরের রানরেট দ্বিতীয় সর্বনিম্ন (৭.৮)।
সেই পরিস্থিতিতে চিন্নস্বামী স্টেডিয়ামে সেই ‘রোগ’ কাটাতে হবে কেকেআরকে। চিন্নস্বামীতে যে রানের ফোয়ারা উঠবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। বিশেষত সন্ধ্যার ম্যাচ হওয়ায় প্রচুর রান উঠতে পারে। অর্থাৎ ম্যাচ জিততে গেলে কেকেআরের ওপেনিং জুটিকে ভালো খেলতেই হবে। সঙ্গে পাওয়ার প্লে’তে রান তুলতে হবে নাইট ব্রিগেডকে।
আরও পড়ুন: KKR vs CSK, IPL 2023: নেটে দীর্ঘ অনুশীলন, কোচ-অধিনায়কের সঙ্গে আলাদা করে কথা লিটনের, ওপেনিং জুটি একই থাকছে?
তবে কেকেআরের কাজটা অবশ্য একেবারেই সহজ হবে না। কারণ মহম্মদ সিরাজের বোলিং সামলাতে হবে। যিনি এবার প্রথম ছয় ওভারে অবিশ্বাস্য ছন্দে বল করছেন। পুরো টেস্টের মতো বোলিং করছেন সিরাজ। চিন্নস্বামীর পিচে সুইং থাকবেও।
RCB-র ‘তিন ব্যাটারকে’ দ্রুত আউট করতে হবে
কেকেআরের টপ-অর্ডার যেমন ডুবিয়ে দিচ্ছে, সেখানে এবারের আইপিএলে ব্যাঙ্গালোরের সাফল্যের কারণ হল সেই টপ-অর্ডারই। এবারের আইপিএলে এখনও পর্যন্ত ওপেনিং জুটিতে ৫০০ রানের বেশি করেছেন বিরাট কোহলি এবং ফ্যাফ ডু’প্লেসি। শুধু তাই নয়, এবারের আইপিএলে যে পাঁচটি সর্বোচ্চ জুটি হয়েছে, সবক্ষেত্রেই ফ্যাফ ছিলেন। দুটি বিরাটের সঙ্গে করেছেন। তিনটি ম্যাক্সওয়েলের সঙ্গে। ম্যাক্সওয়েলও দারুণ ফর্মে আছেন। বিশেষত চিন্নস্বামীতে বোলারদের নিয়ে ছেলেখেলা করছেন।
অর্থাৎ কেকেআর যদি জেতার কোনওরকম আশা রাখতে চায়, তাহলে বিরাট, ফ্যাফ এবং ম্যাক্সওয়েলকে দ্রুত আউট করতে হবে। কারণ ওই তিনজন ছাড়া আরসিবির অন্য কোনও ব্যাটার আপাতত ছন্দে নেই। তাই ফ্যাফদের আউট করে দিলেই কেকেআরের অনেকটা সহজ হয়ে যাবে। কিন্তু তাঁরা একবার জমে গেলে এবারের আইপিএলের প্লে-অফের আশা ছেড়ে পরেরবারের পরিকল্পনা শুরু করা উচিত কেকেআরের।
কেকেআরের পেস বোলিং আক্রমণ শোধরাতে হবে
এবার আইপিএলে তিনটি ম্যাচে ২০০-র বেশি রান হজম করেছে কেকেআর। বিশেষ পেস বোলিং লাইন-আপ একেবারে ডুবিয়েছে। সুনীল নারিনও ছন্দে নেই। স্পিনাররা তবু কয়েকটি ম্যাচে ভালো বল করলেও পেসাররা একেবারে বাজে বোলিং করছেন। প্রচুর রান হজম করার শুরুতেই চাপ তৈরি হয়ে যাচ্ছে। লাইন-লেংথ পালটে ব্যাটারদের বোকা বানানোর চেষ্টাও সেভাবে করছেন না। ইয়র্কারের মতো বল তো কার্যত করছেন না।
আরও পড়ুন: IPL 2023: হাল ছাড়লে চলবে না, আত্মসমীক্ষা করে ঘুরে দাঁড়াতে হবে, RCB ম্যাচের আগে নাইটদের বার্তা জেসনের
আজ সেই জায়গা শুধরে ফেলতে হবে কেকেআরকে। পেসারদের ভালো বল করতেই হবে। চিন্নাস্বামীর পিচে প্রথম কয়েকটি ওভারে যে সুইং মিলবে, সেটা কাজে লাগাতে উমেশ যাদবদের। নাহলে স্পিনাররাও চাপে পড়ে যাবেন। সেক্ষেত্রে চিন্নস্বামীর পিচে ২২০-২৩০ রান তোলা কোনও ব্যাপার হবে না আরসিবির।
নীতীশ রানার অধিনায়কত্ব
রানার অধিনায়কত্ব যে যথেষ্ট নড়বড়ে, তা ইতিমধ্যে বোঝা গিয়েছে। বিশেষত বোলাররা যখন চাপের মুখে পড়েন, তখন তাঁর কাছে কোনও ‘প্ল্যান বি’ থাকছে না। ইডেন গার্ডেন্সের ছোটো মাঠে যে সমস্যা আরও প্রকট হয়ে উঠেছিল। সেই একই সমস্যা হতে পারে চিন্নস্বামীতে। সেই পরিস্থিতিতে চিন্নস্বামীর মাঠে কমপক্ষে ‘প্ল্যান বি’ নিয়ে নামতে হবে নীতীশকে। বোলাররা যখন লাইন-লেংথ ঠিক করতে পারছেন না, তখন তাঁকে আরও বেশি সক্রিয় হতে হবে।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here