Ranji Trophy final: প্রথম ইনিংসে লিড নিতে পারি আমরা, দাবি মনোজের
এই খেলায় এখনও অনেক কিছু বাকি রয়েছে। এমনটাই মনে করেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। ফাইনালের জন্য সবুজ পিচের ব্যবস্থা করেছিল বাংলার দল। কিন্তু তাদের পরিকল্পনা বুমেরাং হয়ে ফিরে এসেছিল প্রথম দিনেই। এদিন টসেই যেন ঠিক হয়ে গিয়েছিল রঞ্জি ট্রফির ফাইনালের প্রথম দিনের ভাগ্য। টসই যেন একপ্রকার পার্থক্যটা গড়ে দিল। এদিন টসে জিতে সৌরাষ্ট্র প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। বাংলার ব্যাটিংয়ে শুরুতেই ধস নামে। মাত্র ২ রানে বাংলা হারিয়ে ছিল ৩ উইকেট। ১৭ রানে চার উইকেট এবং পরে সেটি ৬৫ রানে ছয় উইকেট হয়ে যায়। দিনের শুরুতে খারাপ ব্যাটিং ও টস নিয়ে বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি বলেন, ‘স্পষ্টতই, দিনটি আমাদের নয়, তবে আমরা ২য় দিনে শক্তিশালী প্রত্যাবর্তনের আশা করছি। টস একটি ভূমিকা পালন করেছে, কিন্তু সেটা তো আর আমাদের হাতে নেই। ব্যাটাররা সকালে এটাকে কঠিন মনে করেছিল এবং আমরা শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ রানও করেছিলাম।’
আরও পড়ুন… IND vs AUS 2nd Test: দিল্লিতে কি খেলবেন ডেভিড ওয়ার্নার? উত্তর দিলেন প্যাট কামিন্স
এর পর শাহবাজ আহমেদ এবং অভিষেক পোড়েল ক্রিজ আঁকড়ে পড়ে থাকেন। এর পরে বাংলা ৩৪-৫ থেকে একটু ভদ্রস্থ স্কোরে পৌঁছায়। শাহবাজ এবং অভিষেক পোড়েল দুজনেই অর্ধশতরান করেন। তবে তাদের সাহায্য করতে ব্যর্থ হয় গোটা দল। সেমিফাইনালের মতোই বাংলার টেল এন্ডাররা কোনো রান যোগ করতে পারেননি। শাহবাজ আউট হওয়ার পর মাত্র ৮ রানে শেষ হয়ে যায় বাংলার তিন উইকেট। বাংলার ইনিংস শেষ হয় ১৭৪ রানে। এদিন শাহবাজ করেন ১১২ বলে ৬৯ রান ও অভিষেক পোড়েল করেন ৯৮ বলে ৫০ রান। অভিষেক ও শাহবাজের ইনিংসের প্রশংসা করে মনোজ তিওয়ারি বলেন, ‘শাহবাজ ও অভিষেক দুজনেরই দুর্দান্ত ইনিংস ছিল। এই অল্প বয়সে এবং তাও ফাইনালে এই ধরণের ইনিংস খেলা অভিষেককে তাঁর ক্যারিয়ারে অনেক আত্মবিশ্বাস দেবে।’
আরও পড়ুন… ভিডিয়ো: পন্ত ও সূর্যকুমারের শট কপি করতে গিয়ে বিপদে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট
ব্যাটিংয়ে এমন অসহায় অবস্থার বাংলার ক্রিকেট ভক্তরা ভেবেছিলেন বাংলার বোলাররা শুরু থেকেই উইকেট নেওয়া শুরু করবেন। কিন্তু সৌরাষ্ট্র ব্যাটিংয়ে নামলে দেখা যায় অন্য দৃশ্য। খুব সহজেই সৌরাষ্ট্র ব্যাটারদের ব্যাটে রান আসতে থাকে। প্রথম দিনের শেষে সৌরাষ্ট্রের রান সংখ্যা ১৭ ওভার খেলে দুই উইকেট হারিয়ে ৮১ রান। বাংলা এগিয়ে মাত্র ৯৩ রানে। মুকেশ এবং আকাশদীপ, বাংলার বোলিংয়ের দুই প্রধান স্তম্ভ পেয়েছেন একটি করে উইকেট। তবে আশা ছাড়ছেন না বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। তিনি বলেছেন, ‘আগামীকাল একটি তাজা দিন এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের বের করে আনতে আমরা সবকিছু দেব। এটা প্রায় ৮ উইকেট নেওয়া বল এবং আমাদের নিশ্চিত করতে হবে যে আগামীকাল রান করতে দেব না। এই ম্যাচে অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে এবং যে কোনও কিছুই হতে পারে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here