Ranji Trophy: ৬৮ বলে ১০০ রান! সামাদের ঝোড়ো ইনিংসও ভাঙতে পারল না পন্তের রেকর্ড
২০২১-২২ রঞ্জি ট্রফিতে খেলোয়াড়দের স্কোর করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। টুর্নামেন্টের প্রথম দিনেই সেঞ্চুরি করে শিরোনাম এসেছেন ১১ জন ব্যাটসম্যান। এবার সেই তালিকায় যোগ হল জম্মু-কাশ্মীরের আব্দুল সামাদের নাম। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা আব্দুল সামাদ পুদুচেরির বিরুদ্ধে ৬৮ বলে ঝোড়ো শতরান করলেন। রঞ্জি ট্রফির ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এদিনের ইনিংসে আব্দুল সামাদ ১৯টি চার ও দুই ছক্কা মেরে ১০৩ রান করে সাগর ভি ত্রিবেদীর বলে উইকেটের পিছনে এস কার্তিকের হাতে ক্যাচ দিয়ে আউট হন। তবে আউট হওয়ার আগে ৬৮ বলে শতরান করে নিজর গড়ে ফেলেছিলেন সামাদ। সামাদের শতরান ও কামরান ইকবালের ৯৬ রানের উপর ভর করে জম্মু-কাশ্মীর প্রথম ইনিংসে ৪২৬ রান তুলেছে। তবে সামাদের ৬৮ বলে শতরানের ইনিংস ছিল খুব স্পেশাল।
সামাদের আগে অবশ্য রয়েছেন ভারতীয় উইকেট-রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত। তিনি রঞ্জি ট্রফিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। পন্ত ৪৮ বলে শতরান করেছিলেন। ২০১৬ সালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে এই বাঁহাতি ব্যাটসম্যান এই রেকর্ড করেছিলেন। ঝাড়খণ্ডের বিরুদ্ধে সেই ম্যাচে ৬৭ বলে ১৩৫ রানের একটি ঝলমলে ইনিংস খেলেছিলেন পন্ত। দেখে নেওয়া যাক রঞ্জি ট্রফিতে দ্রুততম শতরানের রেকর্ড।
১) ঋষভ পন্ত ৪৮ বল বনাম ঝাড়খণ্ড ২০১৬
২) আব্দুল সামাদ ৬৮ বল বনাম পুদুচেরি ২০২২
৩) নমন ওঝা ৬৯ বল বনাম কর্ণাটক ২০১৫
৪) একলব্য দ্বিবেদী ৭২ বল বনাম রেলওয়ে ২০১৫
৫) ঋষভ পন্ত ৮৩ বল বনাম ঝাড়খণ্ড ২০১৬
জম্মু ও কাশ্মীর বনাম পুদুচেরি ম্যাচের কথা বলতে গেলে, পারস ডোগরার (১০৮) সেঞ্চুরির সাহায্যে পুদুচেরি প্রথম ইনিংসে ৩৪৩ রান করেছিল। অন্যদিকে জম্মু-কাশ্মীর প্রথম ইনিংসে ৪২৬ রান তুলেছে। প্রথম ইনিংসে ৮৩ রানে এগিয়ে রয়েছে জম্মু-কাশ্মীর।
For all the latest Sports News Click Here