Ranji Trophy: ৩৪১, ৯৮, ১০১- FC ক্রিকেটে অভিষেকের পরে ৩ ইনিংসে ৫৪১ রান, নজির গনির
অভিষেকেই চমকে দিয়েছিলেন বিহারের সাকিবুল গনি। যাঁকে দু’দিন আগেও কেউ চিনতেন না। সেই গনি এখন উদীয়মান ভারতীয় ক্রিকেটারদের মধ্যে উজ্জ্বল এক তারা। প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকেই ট্রিপল সেঞ্চুরি হাঁকান গনি। রঞ্জির প্লেট গ্রুপের ম্যাচ খেলতে মিজোরামের বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়ে ফেলেন তিনি। এর পর সিকিমের বিরুদ্ধে ম্যাচে দুই ইনিংসে যথাক্রমে ৯৮ এবং ১০১ রানের দুরন্ত ইনিংস খেলেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকের পরে টানা ৩ ইনিংসে মোট ৫৪১ রান করেছেন সাকিবুল। যা বিশ্বরেকর্ড।
এখনও পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে বিশ্বের কোনও ক্রিকেটার অভিষেকের পরেই তিন ইনিংসে ৫০০-র বেশি রান করতে পারেননি। যা করেছেন সাকিবুল গনি। এর আগে নিউজিল্যান্ডের উইলিয়াম কারসন প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকের পরে তিন ইনিংসে মোট ৪৯৬ রান করেছিলেন। বিহারের গনি তাঁকেও ছাপিয়ে গিয়েছেন।
প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ম্যাচে ডবল সেঞ্চুরির নজির ছিল। মধ্যপ্রদেশের অজয় রোহেরা ২০১৮ সালে হায়দরাবাদের বিরুদ্ধে ২৬৭ রান করেছিলেন। তিন বছরেরও বেশি সময় ধরে তিনিই সর্বোচ্চ রানের রেকর্ডটি ধরে রেখেছিলেন। আর সেই রেকর্ড আনায়াসেই ভেঙে দেন সাকিবুল। তবে তিনি যে একটা ম্যাচেই ভালো পারফরম্যান্স করেছেন তা নয়। মিজোরামের পর সিকিমের বিরুদ্ধে দুই ইনিংসে তাঁর পারফরম্যান্সে রীতিমতো নজর কাড়া। সিকিমের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ২ রানের জন্য শতরান হাতছাড়া করেন। তবে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০১ রান করেন তিনি। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে নতুন তারার উদয় হওয়ায়, তাঁকে নিয়ে উন্মাদনা একেবারে তুঙ্গে।
For all the latest Sports News Click Here