Ranji Trophy: মাত্র ৯ ওভার বল করলেন ইশান্ত, কোয়ার্টারের দৌড় থেকে কার্যত ছিটকে গেল দিল্লি
শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দল থেকে বাদ পড়েছেন ইশান্ত শর্মা। তাঁর ভবিষ্যত নিয়ে জল্পনা-কল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে দিল্লির হয়ে মরশুমের দ্বিতীয় রঞ্জি ম্যাচে মাঠে নামলেও তেমন প্রভাবিত করতে পারলেন না অভিজ্ঞ ভারতীয় তারকা বোলার।
প্রথমে রঞ্জি খেলবেন না ঠিক করলেও মন বদল করে দিল্লির হয়ে ঘরোয়া লাল বলের টুর্নামেন্টে মাঠে নেমেছিলেন ইশান্ত। নিজের প্রথম স্পেলে একটি উইকেটও পান তিনি। তবে তারপর আর তেমন প্রভাব ফেলতে পারেননি তিনি। ঝাড়খন্ডের দ্বিতীয় ইনিংসে মাত্র নয় ওভার বল করলেন ইশান্ত। ঝাড়খন্ডের হয়ে নিজাম সিদ্দিকি ও কুমার সূর্য জোড়া শতরানে ভর করে তৃতীয় দিনের শেষে পাঁচ উইকেটের বিনিময়ে ২৮৮ রান তোলে ঝাড়খন্ড। দিল্লির বিরুদ্ধে ঝাড়খন্ড তৃতীয় দিনের শেষে ৩১৫ রানে এগিয়ে রয়েছে। সূর্যর আগ্রাসী ব্যাটিংয়ের বিরুদ্ধে দিনের শেষের দিকে মেজাজও হারান ইশান্ত।
ঝাড়খন্ডের হয়ে সিদ্দিকি ১১০ রান করে আউট হলেও, বাঁ-হাতি সূর্য ১২৯ রানে ক্রিজে রয়েছেন। ঝাড়খন্ডের এমন দাপুটে ব্যাটিংয়ের জেরে দিল্লির কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর আশা কার্যত শেষ। এই ম্যাচে খুব বড় অঘটন না ঘটলে ১ পয়েন্টের বেশি পাচ্ছে না দিল্লি। এক্ষেত্রে পরের ম্যাচে ছত্তিশগড়ের বিরুদ্ধে বোনাস পয়েন্টসহ ৭ পয়েন্ট নিলেও, তা তামিলনাড়ুকে টপকানোর জন্য দিল্লির পক্ষে যথেষ্ট হবে না। প্রসঙ্গত, এই ম্যাচে ঝাড়খন্ডের ২৫১-র জবাবে প্রথম ইনিংসে দিল্লি ২২৪ রানেই গুটিয়ে যায়। দিল্লির হয়ে জন্টি সিন্ধু সর্বাধিক ৭৯ রান করেন।
For all the latest Sports News Click Here