Ranji Trophy: প্রথম ওভারেই হ্যাটট্রিক, রঞ্জিতে আগুন ঝরালেন জয়দেব উনাদকাট
জাতীয় দল থেকে ফিরে রঞ্জিতে আগুন ঝরালেন জয়দেব উনাদকাট। শক্তিশালী দিল্লির ব্যাটিং লাইনআপকে রীতিমতো ঝলসে দিলেন সৌরাষ্ট্রের তারকা পেসার। রঞ্জির প্রথম ওভারেই হ্যাটট্রিক করে গড়ে ফেলেন বিরল নজির।
সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম গ্রাউন্ডে টস জিতে শুরুতে ব্য়াট করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক যশ ধুল। তবে তাঁর সিদ্ধান্ত যে মোটেও সঠিক ছিল না, সেটা বোঝা যায় কিছুক্ষণের মধ্যেই। ম্যাচের প্রথম ওভারে বল হাতে নিয়ে জয়দেব উনাদকাট সাজঘরে ফেরান দিল্লির টপ অর্ডারের তিনজন ব্যাটসম্যানকে।
প্রথম ওভারের তৃতীয় বলে উনাদকাট বোল্ড করেন ধ্রুব শোরেকে (৩ বলে ০ রান)। চতুর্থ বলে বৈভব রাওয়াল (১ বলে ০ রান) ধরা পড়েন হার্ভিক দেশাইয়ের দস্তানায়। পঞ্চম বলে যশ ধুলকে (১ বলে ০ রান) এলবিডব্লিউর ফাঁদে জড়িয়ে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন উনাদকাট। খাতা খোলার আগেই দিল্লি ৩টি উইকেট হারিয়ে বসে। মাত্র ৫ বলের মধ্যে হ্যাটট্রিক করার দুর্দান্ত কৃতিত্ব অর্জন করেন উনাদকাট।
রঞ্জি ট্রফির ইতিহাসে প্রথম ওভারেই হ্যাটট্রিক করার কৃতিত্ব আর কোনও বোলারের নেই। সেদিক থেকে ইতিহাস গড়লেন উনাদকাট। যদিও হ্যটট্রিক করেই থেমে থাকেননি জয়দেব। তিনি নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে আরও ২টি উইকেট তুলে নেন। ২.৪ ওভারে জন্টি সিধুকে (৫ বলে ৪ রান) হার্ভিকের দস্তানায় ধরা দিতে বাধ্য করেন উনাদকাট। ২.৬ ওভারে ললিত যাদব (৪ বলে ০ রান) এলবিডব্লিউ হন জয়দেবের বলে। উনাদকাট মাত্র ২ ওভার বল করে ৫ রানের বিনিময়ে ৫টি উইকেট পকেটে পোরেন। অর্থাৎ মাত্র ১২ বলের মধ্যে ফার্স্ট ক্লাস ক্রিকেটে
For all the latest Sports News Click Here