Ranji Trophy: উত্তরাখণ্ডের বিরুদ্ধে পৃথ্বী-যশস্বীর ব্যর্থতা ঢাকলেন সুভেদ পার্কার
বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের মুম্বই বনাম উত্তরাখণ্ড ম্যাচটি শুরু হতে দেরি হয়েছিল। ভেজা আউটফিল্ডের কারণে বিলম্বিত খেলা সময়ে শুরু হতেই পারেনি। তবে শুধু মুম্বই বনাম উত্তরাখণ্ডের ম্যাচই নয়, বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণে কর্ণাটক বনাম ইউপি এবং পঞ্জাব বনাম মধ্যপ্রদেশের ম্যাচ গুলিও দেরিতে শুরু হয়েছিল। তবে বৃষ্টি ভেজা মাঠে মুম্বই-এর শুরুটা এদিন ভালো হয়নি। প্রথমে ৩৬ রানে প্রথম উইকেট পড়ে যাওয়ার পরে ৬৪ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছিল পৃথ্বী শ-রা। ১৭৬ রানে তিন উইকেট হারিয়ে যাওয়ার পরে দলকে ৩০৪ রানে নিয়ে যায় মুম্বই।
রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের মুম্বই বনাম উত্তরাখণ্ড ম্যাচে সোমবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পৃথ্বী শ-র মুম্বই। তবে প্রথমে ব্যাট করতে নেমে চাপে পড়ে গিয়েছিল মুম্বই। প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে মাত্র ২১ রান করেই বোল্ড হন মুম্বই-এর অধিনায়ক পৃথ্বী শ। উত্তরাখণ্ডের মিডিয়াম পেসার দীপক ধাপোলার বলে বোল্ড হন তিনি। এরপর যশস্বী জয়সওয়ালও ৩৫ রান করে দীপকের শিকার হন। ইনিংসের ১৫তম ওভারের চতুর্থ বলে স্বপ্নিল সিংয়ের হাতে ধরা পড়েন তিনি। যশস্বী ৪৫ বলে ৬টি চার মারেন। মুম্বই দলের রান যখন ৬৪ রান তখন প্যাভিলিয়নে ফেরেন যশস্বী জয়সওয়াল। এরপরে আর্মান জাফর ১৩৩ বলে ৬০ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন।
রঞ্জি ট্রফির আরও খবর দেখতে এখানে ক্লিক করুন…
মুম্বই-এর নড়বড়ে ইনিংস সামলান সুভেদ পার্কার ও এসএন খান। ২১৮ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেন সুভেদ পার্কার। তাকে যোগ্য সঙ্গ দেন এসএন খান। তিনি ১০৪ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে ক্রিজে রয়েছেন। এদিন ১৮ ওভার বল করে ৫৩ রান দিয়ে তিন উইকেট শিকার করেন উত্তরাখণ্ডের দীপক ধাপোলা। প্রথম দিনের শেষে ৮৬ ওভারে তিন উইকেটের বিনিময়ে ৩০৪ রান করেছে মুম্বই।
For all the latest Sports News Click Here