Raj-Subhashree: ১৪ নয় শুভশ্রীর ভ্যালেন্টাইন্স ডে ২১শে ফেব্রুয়ারি, কেন জানেন?
টলিউডের সবচেয়ে সেলিব্রেটেড কপল তাঁরা। রাজ-শুভশ্রীর রসায়ন সবসময় চোখ টানে। প্রকাশ্যে প্রেম জাহির করতে কোনও কুন্ঠা নেই তাঁদের। প্রথমে মন দেওয়া-নেওয়া, তারপর বিয়ে আর এখন ইউভানের বাবা-মা। একসঙ্গে অনেকটা পথ পার করে ফেলেছেন রাজ-শুভশ্রী।
২১শে ফেব্রুয়ারি দিনটা শুভশ্রীর জীবনে খুব খাস। প্রেম দিবস পার করে এলেও, আজকের দিনটাই নাকি শুভশ্রীর ভ্যালেন্টাইন্স ডে। সোমবার সকাল সকাল ইনস্টাগ্রাম পোস্টে এমনটাই জানালেন ইউভানের মা। কিন্তু কেন? কারণ আজ তাঁর ভালোবাসার মানুষের জন্মদিন। সোমবার আরও এক বসন্ত পার করে ফেললেন পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। আর এই বিশেষ দিনে রাজকে ভালোবাসায় ভরালেন শুভশ্রী।
এদিন রাজের উদ্দেশে শুভশ্রীর বার্তা, ‘আজ আমার ভ্যালেন্টাইন্স ডে। কারণ আজ আমার ভালোবাসার জন্মদিন। তোমাকে আজকের দিনের অনেক শুভেচ্ছা জানাই প্রিয়। তুমি আমার জীবনের সেরা প্রাপ্তি। ভালো থেকো। প্রার্থনা করি ভগবান তোমাকে সবকিছু দিক, যা তোমার চাওয়া, সবটা’।
এদিন বার্থ ডে বয়ের দেখা মিলল কালো রঙা শার্ট এবং ব্লু ডেনিমে। শুভশ্রীর দেখা মিলল লাল শর্ট ড্রেসে। রবিবার রাতে বন্ধুদের নিয়ে প্রি-বার্থ ডে সেলিব্রেশনে মেতেছিলেন রাজশ্রী, সেখানেই এই লুকে ধরা দিলেন দুজনে।
শুভশ্রীর পোস্টে রাজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মানামী ঘোষ, ফলক রাশিদ রায়, দেবলীনা কুমাররা।
আপতত মুক্তির অপেক্ষায় রয়েছে পরিচালক রাজের দুটি ছবি, ‘হাবজি গাবজি’ এবং ‘ধর্মযুদ্ধ’। এখনও নতুন কোনও ছবির কাজে হাত দেননি পরিচালক। পাশাপাশি বিধায়ক হিসাবে ব্যারাকপুরবাসীর সুখ-দুঃখ ভাগ করে নিচ্ছেন তিনি।
For all the latest entertainment News Click Here