Raj Kundra Porn Case: সুপার ডান্সারের সেটে প্রথম দিনেই কেঁদে ভাসালেন শিল্পা!
পর্নকাণ্ডে স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর থেকে নিজেকে আলাদা করে নিয়েছিলেন শিল্পা। প্রায় ১ মাস সুপার ডান্সারের সেটে দেখা মেলেনি তাঁর। ১৮ অগস্ট বুধবার ফের যোগ দিলেন কাজে। ডান্স রিয়েলিটি শো-র সেটে তাঁর দেখা মিলল। আকাশি নীলের ওপর লাল প্রিন্টেড শিফনে ভ্যানিটি ভ্যান থেকে নেমে শিল্পার সেটে ঢোকার ছবি ও ভিডিয়ো গতকালই ভাইরাল হয়েছিল। আর এবার এল নতুন খবর। প্রায় ১ মাসের বিরতির পর সেটে ফিরে প্রথম দিনেই কেঁদে ফেললেন অভিনেত্রী। তাঁকে সামলালেন সহ-বিচারক গীতা কাপুর ও অনুরাগ কাশ্যপ এবং অন্যান্য প্রতিযোগীরা।
সূত্রের খবর, বহুদিন পর শিল্পা শেটে ফেরায় প্রতিযোগীদের তরফে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয় শিল্পাকে। আর যা দেখে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। সকলের কাছ থেকে এত ভালোবাসা পেয়ে আবেগে কেঁদে ফেলেন।
প্রসঙ্গত, সোনি টিভির পক্ষ থেকে ইতিমধ্যেই ‘সুপার ডান্সার ৪’-র একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শিল্পা বিচারকের আসনে বসেই ফিরিছেন পুরনো ফর্মে। গলা খুলে প্রশংসা করছেন, এমনকী, শিল্পা স্পেশ্যাল ড্যাবও চোখে পড়ল।
শিল্পার কাজে যোগ দেওয়ার প্রশংসা করেছেন হিনা খান, রাখি সাওয়ান্তের মতো তারকারা। সকলেই জানিয়েছেন শিল্পাকে শক্ত থাকতে নিজের জন্য, পরিবারের জন্য। মাঝে ক’দিন শিল্পা না থাকায় বিচারকের আসন সামলেছিলেন করিশ্মা কাপুর, জেনেলিয়া ডিসুজা ও রীতেশ দেশমুখ, সোনালি বেন্দ্রে-র মতো তারকারা।
For all the latest entertainment News Click Here