Rafiath Rashid Mithila: হ্যালোইন পার্টিতে মত্ত মিথিলা, ধরা দিলেন অদ্ভুত সাজে
মাথায় গোলাপি পরচুলা, চোখে চশমা একেবারে অন্যরকম লুকে ধরা দিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। হ্যালোইন পার্টিতে মশগুল থাকতে দেখা গেছে অভিনেত্রীকে। সেই ছবি শেয়ার করেছেন নিজের সামাজিক মাধ্যমের দেওয়ালে।
বিদেশে যেই উৎসবকে হ্যালোইন বলা হয়, আমাদের দেশে সেটাই ভূতচতুর্দশী। ৩১ অক্টোবর রবিবার হল হ্যালোইন ডে। বিদেশের মতো এখন এখানেও অনেকে এই দিনটা উদযাপন করে। সময়ের একদিন আগেই বন্ধু ও পরিবারের সঙ্গে দিনটি উদযাপন করতে দেখা গেল মিথিলাকে। অভিনেত্রীর সঙ্গে এদিন পার্টিতে দেখা যায় তাঁর ভাই তথা সংগীত শিল্পী শায়ন চৌধুরী অর্ণব ও তাঁর সংগীতশিল্পী স্ত্রী সুনিধি নায়েককে।
হ্যালোউইন ডে আসলে কী? মূলত ইউরোপ এবং আমেরিকার উৎসব হলেও এখন এশিয়াতেও এটি উদযাপন করতে দেখা যায়। হ্যালোইন, ‘অলহ্যালোইন’ (All Hallowe’en) হিসাবেও পরিচিত। হ্যালোইন হল একটি প্রাচীন আর্যদের উৎসব যা ইউরোপীয় দেশ এবং আমেরিকায় ফসল কাটার শেষ দিনে উদযাপিত হয়। এই ভুতুড়ে উৎসবের ইতিহাস ২০০০ বছরেরও বেশি পুরনো।
বেশিরভাগ পশ্চিমী খ্রিস্টান ধর্মবলম্বীরা হ্যালোইন উদযাপন করেন। ‘হ্যালোইন’ শব্দের অর্থ ‘পবিত্র সন্ধ্যা’ (Saints Evening)। এটিকে ‘সমস্ত সাধুদের দিন’ (All Saints Day) হিসাবেও চিহ্নিত করা হয়। এদিন সাধু, মহাপুরুষ ও শহীদদের স্মরণ করা হয়। সময়ের সঙ্গে পরিবর্তিত হয়ে ‘হ্যালোজ ইভ’ শব্দটি এক সময় ‘হ্যালোউইন’-এ রূপান্তরিত হয়েছে। ৩১ অক্টোবর রাতে মুখোশ পরে, কিংবা অদ্ভুত রকম সেজে লোকজন হ্যালোইনের দিবস পালন করে থাকেন।
For all the latest entertainment News Click Here