Puneeth Rajkumar: হার্ট অ্যাটাক দক্ষিণী তারকার, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ICU-তে
কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে চাঞ্চল্য। হৃদরোগে আক্রান্ত অভিনেতা পুনীত রাজকুমার, তাঁর পরিস্থিতি আশঙ্কাজনক! এদিন বেলা ১১.৩০ নাগাদ বুকে যন্ত্রণার সমস্যা নিয়ে বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতাতে নিয়ে যাওয়া হয় পুনীত রাজকুমারকে। দ্রুত তাঁর চিকিত্সা শুরু হয়। হাসপাতালের তরফে সংবাদ সংস্থা এএনআইকে নিশ্চিত করা হয়েছে হৃদরোগে আক্রান্ত পুনীত।
বিক্রম হাসপাতালের চিকিত্সক ডঃ রঙ্গনাথ নায়েক জানান, ‘আমরা সবরকম চেষ্টা করছি। আজ বেলা ১১.৩০টার সময় বুকে যন্ত্রণা নিয়ে ওঁনাকে ভর্তি করা হয়। রোগীর পরিস্থিতি খুব সিরিয়াস। এখনই কিছু বলা যাচ্ছে না, আইসিইউ-তে রাখা হয়েছে ওঁনাকে’।
কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ এস বোমানি এই খবর পাওয়ামাত্র ছুটে যান বিক্রম হাসপাতালে। দেশে-বিদেশে ছড়িয়ে থাকা পুনীত ভক্তরা প্রার্থনা শুরু করেছেন তাঁর দ্রুত আরোগ্য কামনা করে। ভালোবেসে ‘আপ্পু’ বলে তাঁকে সম্বোধন করেন অনুরাগীরা। কন্নড় চলচ্চিত্রে প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব রাজকুমারের ছোট ছেলে। পুনীতের হার্ট অ্যাটাকের খবর পেয়ে উদ্বিগ্ন অনুরাগীরা ইতিমধ্যেই ভিড় জমিয়েছে হাসপাতাল চত্বরে। স্বভাবতই পুলিশের তরফে মোতায়েন করা হয়েছে কড়া নিরাপত্তা। অভিনেতার বাড়ির আশেপাশের সুরক্ষাও মজবুত করেছে পুলিশ।
শিশুশিল্পী হিসাবে অভিনয় শুরু করেছিলেন পুনীত। এখনও পর্যন্ত ২৯ টির বেশি কন্নড় ছবিতে অভিনয় করেছে। ১৯৮৫ সালে শিশুশিল্পী হিসাবে জাতীয় চলচ্চিত্র সম্মানে ভূষিত হয়েছিলেন পুনীথ, বেত্তাধা হুভু ছবির জন্য। ২০০২ সালে ‘আপ্পু’ ছবির সঙ্গে লিড হিরো হিসাবে আত্মপ্রকাশ করেন পুনীত। পরবর্তী সময়ে আকাশ,আরাসু, মিলনা, ভামসি, জ্যাকি, পরমাত্মা, পাওয়ার-এর মতো সুপারহিট কন্নড় ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি।
For all the latest entertainment News Click Here