PSL 7: ঝোড়ো শতরান করে কোয়েট্টাকে জেতালেন জেসন রয়
শুভব্রত মুখার্জি
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ইংল্যান্ডের মারকুটে ব্যাটার জেসন রয়ের অনবদ্য এক শতরানে ভর করে ২০০ রানের উপর তাড়া করেও এক রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিতে সক্ষম হল কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। লাহোর কালান্দার্স দলের বিরুদ্ধে এদিন বড় রান তাড়া করে ৭ উইকেটে এক বড় জয় পেল কোয়েট্টা। স্টেডিয়াম জুড়ে যেন এদিন চার-ছক্কার বন্যা বইয়ে দিলেন দুই দলের ব্যাটাররা। এক হাই স্কোরিং থ্রিলারের সাক্ষী থাকল পাকিস্তান সুপার লিগের সোমবারের ম্যাচ।
সোমবার প্রথমে ব্যাট করতে নামে লাহোর। ওপেনার ফখর জামান দলের হয়ে অনবদ্য শুরু করেন। ৪৫ বলে ৭০ রানের একটি মারকুটে ইনিংস উপহার দেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৩টি চার এবং ৩টি ছয়ে। আবদুল্লা শফিক করেন ২৭ বলে ৩২ রান। লোয়ার অর্ডারে হ্যারি ব্রুকের ব্যাট হাতে ঝড় গোটা ম্যাচের রঙ বদলে দিয়েছিল। ১৭ বলে ৪১ রানের একটি অপরাজিত ইনিংস খেলে তিনি ২০ ওভারে দলের রান পৌঁছে দেন ৫ উইকেটের বিনিময়ে ২০৪-এ। ডেভিড ওয়াইজ মাত্র ৯ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। কোয়েট্টার হয়ে গুলাম দুটি উইকেট নেন।
জয়ের জন্য ২০৫ রান তাড়া করতে নেমে খুনে মেজাজে ব্যাটিং শুরু করেন ইংল্যান্ডের ব্যাটার জেসন রয়। চোখের পলক ফেলতে না ফেলতেই কার্যত শতরান সম্পন্ন করে ফেলেন এই তারকা। মাত্র ৫৭ বলে ১১৬ রান করেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ১১টি চার এবং ৮টি ছয়ে। ডেভিড ওয়াইজের বলে যখন হ্যারিস রউফকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন ততক্ষণে দলের জয় কার্যত সুনিশ্চিত করে ফেলেছেন।
তাঁকে ব্যাট হাতে যোগ্য সঙ্গত দেন জেমস ভিন্স। তিনি ৩৮ বলে ৪৯ রানের একটি অপরাজিত ইনিংস উপহার দেন। ফলে ৩ বল বাকি থাকতে জয় নিশ্চিত হয় গ্ল্যাডিয়েটর্স দলের। উল্লেখ্য গত রবিবার কোয়েট্টা দলে যোগ দিয়েছেন রয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে টি-২০ খেলার পরেই পিএসএলে যোগ দেন তিনি। আসুন একনজরে দেখে নিন পিএসএলের এক ইনিংসে সর্বাধিক রান সংগ্রহকারীদের:-
১) ২০১৯ কলিন ইনগ্রাম ১২৭*
২) ২০১৯ ক্যামেরন ডেলপোর্ট ১১৭*
৩) ২০১৬ শার্জিল খান ১১৭
৪) ২০২২ জেসন রয় ১১৬
For all the latest Sports News Click Here