PSL 2023 Qualifier: লাহোরকে দুরমুশ করে পিএসএলের ফাইনালে রিজওয়ানের মুলতান
Updated: 15 Mar 2023, 07:12 PM IST
Abhisake Koley
Lahore Qalandars vs Multan Sultans Live Score: পোলার্ডের ঝোড়ো হাফ-সেঞ্চুরিতে ভর করে লাহোরের সামনে চ্যালেঞ্জিং টার্গেট ঝুলিয়ে দেয় মুলতান। চূড়ান্ত ব্যাটিং ভরাডুবির মুখে পড়ে অল্প রানে গুটিয়ে যায় লাহোরের ইনিংস।
১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ থেকে পাকিস্তান সুপার লিগের প্লে-অফে ওঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকে মুলতান সুলতানস। বুধবার পাকিস্তান সুপার লিগের কোয়ালিফায়ারে সম্মুখসমরে নামে শাহিন আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর ও মহম্মদ রিজওয়ানের মুলতান। শেষমেশ কোয়ালিফায়ার জিতে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করে মুলতান সুলতানস।
ম্যাচের সেরা পোলার্ড
প্রথমে ব্য়াট হাতে ৩৪ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন কায়রন পোলার্ড। পরে বল হাতে ৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন তিনি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন পোলার্ড।
বড় জয়ে পিএসএলের ফাইনালে মুলতান
মুলতান সুলতানসের ৫ উইকেটে ১৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে লাহোর কালান্দার্স ১৪.৩ ওভারে মাত্র ৭৬ রানে অল-আউট হয়ে যায়। ৮৪ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে পাকিস্তান সুপার লিগের ফাইনালে জায়গা করে নেয় মুলতান সুলতানস। লাহোর যদিও এখনও টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি। তারা এলিমিনেটরে মাঠে নামার সুযোগ পাবে।
ডেভিড ওয়াইজ আউট
১৩.৫ ওভারে উসামা মীরের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ডেভিড ওয়াইজ। ১২ বলে ১২ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা।৭৬ রানে ৯ উইকেট হারায় লাহোর। ব্যাট করতে নামেন জামান খান।
রশিদ খান আউট
১১.২ ওভারে উসামা মীরের বলে রশিদ খানকে স্টাম্প আউট করেন মহম্মদ রিজওয়ান। শূন্য রানে আউট হন রশিদ। লাহোর ৫০ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হ্যারিস রউফ।
স্যাম বিলিংস আউট
১০.৫ ওভারে ইসানউল্লাহর বলে কটরেলের হাতে ধরা পড়েন স্যাম বিলিংস। ২৭ বলে ১৯ রান করেন তিনি। মারেন ১টি চার। ৪৯ রানে ৭ উইকেট হারায়। লাহোর। ব্যাট করতে নামেন রশিদ খান।
সিকন্দর রাজা আউট
৯.৫ ওভারে পোলার্ডের বলে আব্বাস আফ্রিদির হাতে ধরা পড়েন সিকন্দর রাজা। ৩ বলে ১ রান করেন তিনি। লাহোর ৪৩ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডেভিড ওয়াইজ। ১০ ওভারে লাহোরের স্কোর ৬ উইকেটে ৪৪ রানে।
রান-আউট হুসেন
৯.১ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন হুসেন তালাত। ১০ বলে ৪ রান করেন তিনি। লাহোর ৪১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সিকন্দর রাজা।
চাপ বাড়ছে লাহোরের
৮ ওভার শেষে লাহোর কালান্দার্সের স্কোর ৪ উইকেটে ৩৮ রান। স্যাম বিলিংস ১৬ ও হুসেন তালাত ৭ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে-র খেলা শেষ
পাওয়ার প্লে-র ৬ ওভারে লাহোরের স্কোর ৪ উইকেটে ৩৩ রান। স্যাম বিলিংস ১৩ বলে ১২ রান কেরছেন। ৩ বলে ২ রান করেছেন হুসেন তালাত।
শাহিন আফ্রিদি আউট
৪.৫ ওভারে শেল্ডন কটরেলের বলে উসমান খানের হাতে ধরা পড়েন শাহিন আফ্রিদি। খাতা খুলতে পারেননি শাহিন। লাহোর ২৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হুসেন তালাত।
ফখরকে ফেরালেন আনোয়ার
৩.৫ ওভারে আনোয়ার আলির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ফখর জামান। ৭ বলে ৬ রান করেন ফখর। মারেন ১টি চার। লাহোর ১৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাহিন আফ্রিদি।
শফিক আউট
একই ওভারে জোড়া উইকেট তুলে নিলেন শেল্ডন কটরেল। ২.৪ ওভারে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন আব্দুল্লা শফিক। ১৫ রানে ২ উইকেট হারায় লাহোর। ব্যাট করতে নামেন স্যাম বিলিংস।
মির্জা তাহির আউট
দ্বিতীয় ওভারে আনোয়ার আলির চতুর্থ বলে চার মারেন ফখর জামান। তৃতীয় ওভারে কটরেলের প্রথম বলে ছক্কা মারেন মির্জা তাহির। ২.২ ওভারে কটরেলের বলে রিজওয়ানের দস্তানায় ধরা পড়েন মির্জা। ৯ বলে ৮ রান করেন তিনি। লাহোর ১৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আব্দুল্লা শফিক।
লাহোরের রান তাড়া শুরু
মির্জা তাহির বেজকে নিয়ে ওপেন করতে নামেন ফখর জামান। বোলিং শুরু করেন শেল্ডন কটরেল। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন মির্জা। প্রথম ওভারে ৩ রান ওঠে।
দেড়শো টপকে থামল মুলতান
নির্ধারিত ২০ ওভারে মুলতান সুলতানস ৫ উইকেটের বিনিময়ে ১৬০ রান তোলে। সুতরাং, ম্যাচ জিতে ফাইনালে উঠতে হলে লাহোর কালান্দার্সকে তুলতে হবে ১৬১ রান। ১৫ বলে ২২ রান করে অপরাজিত থাকেন টিম ডেভিড। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। হ্যারিস রউফ ৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।
খুশদিল আউট
পরপর ২ বলে ২টি উইকেট তুলে নিলেন হ্যারিস রউফ। ১৯.৩ ওভারে খুশদিল শাহকে বোল্ড করেন হ্যারিস। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন খুশদিল। মুলতান ১৫৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আনোয়ার আলি।
পোলার্ড আউট
১৯.২ ওভারে হ্যারিস রউফের আগুনে গতির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কায়রন পোলার্ড। ৩৪ বলে ৫৭ রান করেন তিনি। মারেন ১টি চার ও ৬টি ছক্কা। ১৫৫ রানে ৪ উইকেট হারায় মুলতান। ব্যাট করতে নামেন খুশদিল শাহ।
হাফ-সেঞ্চুরি পোলার্ডের
১৯তম ওভারে শাহিন আফ্রিদির দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ছক্কা মেরে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কায়রন পোলার্ড। ১টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩১ বলে অর্ধশতরান পূর্ণ করলেন কায়রন। ওভারের চতুর্থ বলে পোলার্ডের ক্যাচ মিস করেন হুসেন তালাত। ওভারের শেষ বলে ফের ছয় মারেন পোলার্ড। ১৯ ওভার শেষে মুলতানের স্কোর ৩ উইকেটে ১৫৪ রান। পোলার্ড ৫৭ ও টিম ডেভিড ১৮ রানে ব্যাট করছেন। আফ্রিদি ৪ ওভারে ৪৭ রান খরচ করেও উইকেট পাননি।
ব্যাট চালাচ্ছেন পোলার্ড
১৬.১ ওভারে শাহিন আফ্রিদির বলে ছক্কা মারেন পোলার্ড। ১৭.২ ওভারে হ্যারিস রউফের বলেটিম ডেভিডের ক্যাচ ছাড়েন স্যাম বিলিংস। ১৮তম ওভারের চতুর্থ বলে ছক্কা মারেন পোলার্ড। পঞ্চম বলে চার মারেন তিনি। ১৮ ওভার শেষে মুলতান সুলতানসের স্কোর ৩ উইকেটে ১৩৪ রান। পোলার্ড৩৮ ও ডেভিড ১৭ রানে ব্যাট করছেন।
১০০ টপকাল মুলতান সুলতানস
১৬তম ওভারে জামান খানের চতুর্থ বলে চার মারেন টিম ডেভিড। শেষ বলে ছক্কা মারেন তিনি। ১৬ ওভার শেষে মুলতান সুলতানসের স্কোর ৩ উইকেটে ১১০ রান। পোলার্ড ১৭ ও ডেভিড ১৪ রানে ব্যাট করছেন। জামান খান ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।
রশিদের বোলিং কোটা শেষ
রশিদ খান ৪ ওভার বল করে ১৮ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। ১৫ ওভার শেষে মুলতান সুলতানসের স্কোর ৩ উইকেটে ৯৭ রান। পোলার্ড ১৭ লবলে ১৬ রান করেছেন। ৪ বলে ৩ রান করেছেন টিম ডেভিড।
রিজওয়ানকে ফেরালেন রশিদ
১২.৪ ওভারে রশিদ খানের বলে ছক্কা হাঁকান কায়রন পোলার্ড। ১২.৬ ওভারে মহম্মদ রিজওয়ানকে বোল্ড করেন রশিদ। ২৯ বলে ৩৩ রান করেন মুলতান দলনায়ক। মারেন ৩টি চার। মুলতান ৯০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টিম ডেভিড। রশিদ ৩ ওভারে ১৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
রিলিকে ফেরালেন জামান
১০.১ ওভারে জামান খানের বলে ছক্কা হাঁকাতে গিয়ে হ্যারিস রউফের হাতে ধরা পড়েন রিলি রসউ। ১২ বলে ১৩ রান করেন তিনি। মারেন ১টি ছক্কা। মুলতান সুলতানস ৭০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কায়রন পোলার্ড।
অর্ধেক ইনিংস শেষ
দশম ওভারে হ্যারিস রউফের প্রথম বলে ছক্কা মারেন রিলি রসউ। ১০ ওভার শেষে মুলতান সুলতানসের স্কোর ১ উইকেটে ৭০ রান। রিজওয়ান ২৬ ও রিলি ১৩ রানে ব্যাট করছেন।
উসমানকে ফেরালেন হ্যারিস
অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় মুলতান সুলতানস। ৭.৩ ওভারে হ্যারিস রউফের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন উসমান খান। ২৮ বলে ২৯ রান করেন তিনি। মারেন ৪টি চার। মুলতান দলগত ৫৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিলি রসউ। ৮ ওভার শেষে মুলতানের স্কোর ১ উইকেটে ৫৪ রান।
পাওয়ার প্লে-র খেলা শেষ
ষষ্ঠ ওভারে ডেভিড ওয়াইজের প্রথম বলে রিজওয়ানের বিরুদ্ধে রিভিউয়ের আবেদন জানায় লাহোর। উইকেটকিপার বিলিংস রিভিউ নিতে বারণ করেন ক্যাপ্টেন আফ্রিদিকে। শাহিন বারণ শোনেননি। শেষমেশ দেখা যায় বিলিংসের ধারণাই সত্যি। নট-আউট ঘোষিত হন রিজওয়ান। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে মুলতান সুলতানসের স্কোর বিনা উইকেট ৪৬ রান।
ব্যাট চালাচ্ছেন উসমান
পঞ্চম ওভারে জামান খানের বলে ৩টি চার মারেন উসমান। ওভারে মোট ১২ রান ওঠে। ৫ ওভার শেষে মুলতান সুলতানসের স্কোর বিনা উইকেটে ৪৩ রান। রিজওয়ান ১৬ ও উসমান ২৬ রানে ব্যাট করছেন।
ডেভিডের ওভারে ৯ রান
চতুর্থ ওভারে বল করতে আসেন ডেভিড ওয়াইজ। পঞ্চম বলে চার মারেন উসমান। ওভারে মোট ৯ রান ওঠে। ৪ ওভার শেষে মুলতানের স্কোর বিনা উইকেটে ৩১ রান।
আগ্রাসী শুরু রিজওয়ানের
দ্বিতীয় ওভারে বল করতে আসেন জামান খান। ৬ রান খরচ করেন তিনি। তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন শাহিন আফ্রিদি। দ্বিতীয় বলে চার মারেন রিজওয়ান। ৭ রান ওঠে তৃতীয় ওভারে ৩ ওভার শেষে মুলতান সুলতানসের সংগ্রহ বিনা উইকেটে ২২ রান। রিজওয়ান ১৪ রানে ব্যাট করছেন।
ম্যাচ শুরু
উসমান খানকে নিয়ে ওপেন করতে নামেন মহম্মদ রিজওয়ান। বোলিং শুরু করেন শাহিন আফ্রিদি। চতুর্থ বলে ১ রান নিয়ে খাতা খোলেন উসমান। ওভারের শেষ ২টি বলে পরপর ২টি চার মারেন রিজওয়ান। প্রথম ওভারে ৯ রান ওঠে।
মুলতান সুলতানসের প্রথম একাদশ
মহম্মদ রিজওয়ান (ক্যাপ্টেন ও উইকেটকিপার), উসমান খান, রিলি রসউ, কায়রন পোলার্ড, টিম ডেভিড, খুশদিল শাহ, আনোয়ার আলি, উসামা মীর, আব্বাস আফ্রিদি, শেল্ডন কটরেল ও ইসানউল্লাহ।
লাহোর কালান্দার্সের প্রথম একাদশ
ফখর জামান, তাহির বেজ, আব্দুল্লা শফিক, স্যাম বিলিংস (উইকেটকিপার), হুসেন তালাত, সিকন্দর রাজা, ডেভিড ওয়াইজ, রশিদ খান, শাহিন আফ্রিদি (ক্যাপ্টেন), হ্যারিস রউফ ও জামান খান।
টস জিতল মুলতান
লাহোর কালান্দার্সের বিরুদ্ধে পাকিস্তান সুপার লিগের কোয়ালিফায়ারে টস জিতল মুলতান সুলতানস। টস জিতে মুলতান দলনায়ক মহম্মদ রিজওয়ান শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, ঘরের মাঠে রান তাড়া করবেন শাহিন আফ্রিদিরা।
লাহোরেই অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার
রাজনৈতিক অস্থিরতার জন্য লাহোরে পাকিস্তান সুপার লিগের প্লে-অফ ম্যাচগুলি আয়োজিত হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। শেষমেশ পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, লাহোর ও মুলতানের মধ্যে কোয়ালিফায়ার ম্যাচটি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী লাহোরেই অনুষ্ঠিত হবে। যদিও প্লে-অফের বাকি ম্যাচগুলি নিয়ে এখনও কোনও আপডেট দেওয়া হয়নি।
For all the latest Sports News Click Here