PSL 2023: রেকর্ড নয় দল বড়! শতরানের আগে বল নষ্ট করায় বাবরকে তোপ সাইমন ডুলের
পাকিস্তান সুপার লিগে প্রথম সেঞ্চুরি করলেন বাবর আজম। তারপরও হেরেছে তাঁর দল পেশোয়ার জালমি। সেঞ্চুরির সুবাদে তাঁর দল স্কোর বোর্ডে ২৪০ রানের বড় রান সংগ্রহ করেছিল। তারপরও জিতেছে কোয়েটা গ্ল্যাডিয়েটরস। এমন অবস্থায় পরাজয়ের খলনায়ক কে, বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। পেশোয়ার জালমির বোলাররা নিঃসন্দেহে এর অন্যতম কারণ ছিলেন, যারা এত বড় স্কোর রক্ষা করতে পারেনি। কিন্তু নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার সাইমন ডুলের মতে এই ম্যাচের ভিলেন আরও একজন। তাঁর মতে বাবর আজম এই হারের অন্যতম কারণ। কিন্তু শতরান করার পরেও কী করে কেউ দলের খলনায়ক হতে পারেন?
পেশোয়ার জালমি অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে বড় অভিযোগ তুললেন সাইমন ডুল। দলের সামনে নিজেকে নিয়ে ভাবার বাবরের স্বভাব তুলে ধরেন নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা। তিনি ওই ১৬ বলে বাবর আজমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলেন, যা তিনি যদি দলের স্বার্থ বিবেচনা করে খেলতেন তাহলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত বলে তিনি মনে করেন।
আরও পড়ুন… PM Modi in IND vs AUS: বিরাট ও রোহিতের পাশে দাঁড়িয়ে ‘জন গণ মন’ গাইলেন মোদী, গমগম করল আমদাবাদের মাঠ
টি-টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইক রেট বাবর আজমের ব্যাটিংয়ের অন্যতম প্রধান ত্রুটি। কিন্তু, পিএসএলে তাঁর প্রথম সেঞ্চুরিতে তেমন কোনও সমস্যা ছিল না, সেই ১৬টি বল ছাড়া যা সাইমন ডুলও দেখিয়েছিলেন। এটি ঘটেছিল যে বাবর আজম যখন তাঁর প্রথম পিএসএল সেঞ্চুরির কাছাকাছি এসেছিলেন, তিনি একই ধীর স্ট্রাইক রেট দিয়ে ১৬টি বল খেলেছিলেন, যার জন্য তিনি পরিচিত ছিলেন।
সাইমন ডুল বলেন, ‘পিএসএলে বাবর সেঞ্চুরি করাটাই বড় ব্যাপার। এই রেকর্ডগুলি দুর্দান্ত। তবে তার আগে দলের কথা ভাবা উচিত। আসলে, তার সেঞ্চুরি ইনিংসের সময়, বাবর আজম মাত্র ৪৪ বলে ৮০ রান করেছিলেন। কিন্তু, সেঞ্চুরি পূর্ণ করতে, তিনি এখন বাকি ২০ রান করতে ১৬ বল খেলেন।’
আরও পড়ুন… ফ্রাঞ্চাইজি লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গ্ল্যাডিয়েটর্সের
বাবর আজম কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে ৬৫ বলে ১১৫ রান করেন বাবর আজম। যার মধ্যে ছিল ১৫টি চার ও ৩টি ছক্কা। বাবর আজমের ইনিংসের সুবাদে পেশোয়ার জালমি ২ উইকেটে ২৪০ রান করে। ২৪১ রানের টার্গেটের জবাবে, জেসন রয়ের ঝড়ো ইনিংসের সুবাদে, কোয়েটার দল ১০ বল আগেই তাদের লক্ষ্য অর্জন করে ফেলে এবং ৮ উইকেটে ম্যাচ জিতে নেয়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here