PSL-র ড্রাফটে নাম চণ্ডীগড়ে জন্মানো ক্রিকেটারের! আছে শাকিব, মালান, ফিঞ্চদের নামও
শুভব্রত মুখার্জি: ২০২৩ পাকিস্তান সুপার লিগের নিলামের ড্রাফটের তালিকা প্রকাশ পেয়েছে। বিশ্ব ক্রিকেটের বড় বড় তারকাদের নাম যেমন রয়েছে এই ড্রাফটে তেমন রয়েছে এক চমকও। ভারতের পঞ্জাব রাজ্যের চণ্ডীগড়ে জন্ম হওয়া এক ক্রিকেটার নিজের নাম নথিভুক্ত করেছেন এই ড্রাফটে। পিএসএলের ড্রাফটের সবথেকে বড় চমক হল ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার জসকরণ মালহোত্রর নাম নথিভুক্তকরণ। জসকরণের পাশাপাশি সদ্য টি-২০ বিশ্বকাপে খেলা বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান, ডেভিড মিলার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রিলি রসউ, ডেভিড মালান, রিসে টপলি, অ্যারন ফিঞ্চ, মার্টিন গাপটিল, দাসুন শানাকা, ওডিওন স্মিথ, লুঙ্গি এনগিডি, ওয়েন পার্নেল, রাসি ভ্যান ডার ডুসেন, আদিল রশিদ, নিকোলাস পুরান, এভিন লুইস, জিমি নিশাম এবং টম কারেনের মতন তারকারাও নাম নথিভুক্ত করেছেন।
প্রসঙ্গত এর মধ্যে প্ল্যাটিনাম ক্যাটেগরিতে রয়েছেন হাসারাঙ্গা, শাকিব, মালান, টপলি, শানাকা, গাপটিল, মালান এবং ওডিওন স্মিথ এই ৮ ক্রিকেটার। পাশাপাশি একাধিক অভিজ্ঞ তারকা ক্রিকেটাররাও নাম লিখিয়েছেন এই ড্রাফটে। নাম রয়েছে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, অ্যাঞ্জেলো ম্যাথিউস, উপুল থারাঙ্গা, গুলবাদিন নাইব, শন উইলিয়ামস, হ্যামিল্টন মাসাকাদজা, ক্যামেরুন ডেলপোর্ট, ক্রেগ আরভাইন, মহম্মদ শেহজাদের। বিভিন্ন ক্যাটেগরিতে স্থান পেয়েছেন তাঁরা। ডায়মন্ড ক্যাটেগরিতে যেমন রয়েছেন পাকিস্তান বংশোদ্ভূত সিকন্দর রাজা, আয়ারল্যান্ডের জস লিটল এবং ইংল্যান্ডের জেসন রয়।
প্রসঙ্গত ভারতের চণ্ডীগড়ে জন্ম হলেও জসকরণ মালহোত্র বর্তমানে খেলেন আমেরিকার হয়ে। এখন পর্যন্ত কোনও ভারতীয় ক্রিকেটার পিএসএলে খেলেননি। জসকরণ যদি খেলার সুযোগ পান তাহলে তিনি হবেন পঞ্চম ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার যিনি পিএসএলে খেলবেন। এর আগে সুনীল নারিন, সমিত প্যাটেল, রবি বোপারা এবং দীনেশ রামদিনকে খেলতে দেখা গিয়েছিল পিএসএলে। উল্লেখ্য ২০২১ সালে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে ম্যাচে এক ওভারে ছয় বলে ছটি ছয় মেরে সবার নজরে প্রথম পড়েছিলেন জসকরণ মালহোত্র। আগামী বছর ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে পিএসএলের। চলবে ১৯ মার্চ পর্যন্ত।
For all the latest Sports News Click Here