PSL-এ রিটেন প্লেয়ারদের তালিকা প্রকাশ, প্লাটিনাম লিস্টে শাদাব, রিজওয়ান, রশিদরা
পিএসএলে নতুন মরশুমে দল বদল করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম। পাকিস্তান সুপার লিগের অষ্টম আসরে আর করাচি কিংসের হয়ে খেলতে দেখা যাবে না বাবরকে। শেষ ছ’বছর করাচি কিংসের জার্সিতে ফুল ফুটিয়েছেন বাবর। আসন্ন মরশুমে তিনি খেলবেন পিএসএলের ফ্রাঞ্চাইজি টিন পেশোয়ার জালমির হয়ে। করাচির খেলেই পিএসএলের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রহ করেছেন বাবর আজম।
করাচির জার্সিতে বাবরের সংগ্রহ ৬৮ ম্যাচে ২৪১৩ রান। পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক পাক অধিনায়কই। এ দিকে বাবরকে ছেড়ে দিয়ে শোয়েব মালিক নিল কিংস ডানহাতি হায়দার আলিও আসন্ন মরসুমের জন্য আবার জালমি থেকে কিংসে চলে গেলেন।
আরও পড়ুন: করাচি কিংস অতীত, ২০২৩ পিএসএলে পেশাওয়ার জালমির হয়ে খেলবেন বাবর আজম
প্লেয়ার ড্রাফটের আগে প্রতিটি দল আট জন করে খেলোয়াড় রিটেন করতে পারবে। টিমগুলো তাদের স্কোয়াডে ১৬ জন করে প্লেয়ার রাখতে পারে- সে ক্ষেত্রে গোল্ড, ডায়মন্ড এবং প্ল্যাটিনাম বিভাগে তিন জন করে, সিলভার বিভাগে পাঁচ জন, দু’ জন উদীয়মান প্লেয়ার এবং সর্বাধিক দু’জন প্লেয়ার সাপ্লিমেন্টরি বিভাগে রাখা যাবে।
খসড়ায় ছ’টি দলেরই রাইট টু ম্যাচ কার্ড থাকবে, যেখানে তারা ধরে রাখার আগে একজন ছেড়ে দেওয়া খেলোয়াড়কে বেছে নিতে পারবে।
আরও পড়ুন: PSL-র ড্রাফটে নাম চণ্ডীগড়ে জন্মানো ক্রিকেটারের! আছে শাকিব, মালান, ফিঞ্চদের নামও
২০২৩ পিএসএলের রিটেন করা প্লেয়ারদের তালিকা-
ইসলামাবাদ ইউনাইটেড: শাদাব খান, আসিফ আলি, মহম্মদ ওয়াসিম জুনিয়র, আজম খান, ফাহিম আশরাফ, হাসান আলি, কলিন মুনরো এবং পল স্টার্লিং।
করাচি কিংস: হায়দার আলি, ইমাদ ওয়াসিম, মহম্মদ আমির, শোয়েব মালিক, আমির ইয়ামিন, মির হামজা, শারজিল খান এবং কাসিম আক্রম।
লাহোর কালান্দার্স: রশিদ খান, শাহিন শাহ আফ্রিদি, ডেভিড উইজ, আবদুল্লাহ শফিক, হ্যারি ব্রুক, কামরান গুলাম, জামান খান এবং হ্যারিস রউফ।
মুলতান সুলতান: মহম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, রিলি রসোউ, শান মাসুদ, শাহনওয়াজ দাহানি, টিম ডেভিড, আব্বাস আফ্রিদি এবং ইহসানুল্লাহ।
পেশোয়ার জালমি: বাবর আজম, শেরফান রাদারফোর্ড, ওয়াহাব রিয়াজ, মহম্মদ হ্যারিস, আমির জামাল, সলমান ইরশাদ এবং টম-কোহলার ক্যাডমোর।
কোয়েট্রা গ্ল্যাটিয়েটর্স: মহম্মদ নওয়াজ, ইফতিখার আহমেদ, জেসন রয়, মহম্মদ হাসনাইন, সরফরাজ আহমেদ, নবীন উল হক, উমর আকমল এবং উইল স্মিদ।
For all the latest Sports News Click Here