PSL-এ থামানো যাচ্ছে না মইন খানের ছেলেকে, আজমের জন্যই ২০০ টপকেও ম্যাচ হারল করাচি
পাকিস্তান সুপার লিগে ফের ব্যাট হাতে ঝড় তুললেন আজম খান। ইসলামাবাদ ইউনাইটেডের তরুণ উইকেটকিপার-ব্যাটারের ধুমধাড়াক্কা ইনিংসের জন্য ব্যর্থ হয় ইমদ ওয়াসিমের অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি। ২০০ রানের গণ্ডি টপকেও শেষমেশ ম্যাচ হারতে হয় করাচি কিংসকে।
রাওয়ালপিল্ডিতে চলতি পিএসএলের ১৯তম লিগ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে করাচি কিংস। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০১ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। অল্পের জন্য শতরান হাতছাড়া করেন ক্যাপ্টেন ইমদ। তিনি ৫৪ বলে ৯২ রান করে অপরাজিত থাকেন। আগ্রাসী ইনিংসে ওয়াসিম ১১টি চার ও ২টি ছক্কা মারেন।
এছাড়া শার্জিল খান ৮, অ্যাডাম রসিংটন ২০, তৈয়াব তাহির ১৯, শোয়েব মালিক ১২, ইরফান খান ৩০ ও ম্যাথিউ ওয়েড অপরাজিত ১৩ রান করেন। ৪৩ রানে ২টি উইকেট নেন ইসলামাবাদের টম কারান। এছাড়া ১টি করে উইকেট দখল করেন রুম্মন রইস, হাসান আলি ও ফহিম আশরাফ। উইকেট পাননি শাদব খান।
জবাবে ব্যাট করতে নেমে ইসলামাবাদ ইউনাইটেড ১৯.২ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২০৪ রান তুলে ম্যাচ জিতে যায়। আজম খান ৪১ বলে ৭২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি ৮টি চার ও ৪টি ছক্কা মারেন। আজম কিছুদিন আগেই গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে ৪২ বলে ৯৭ রানের ধ্বংসাত্মক ইনিংস উপহার দেন। করাচির বিরুদ্ধেও ফের সেই একই মেজাজে ব্যাট করতে দেখা যায় মইন খানের ছেলেকে।
এছাড়া এই ম্যাচে কলিন মুনরো ১১, অ্যালেক্স হেলস ৩৪, রাসি ভ্যান ডার দাসেন ২২, ফহিম আশরাফ ৪১ ও আসিফ আলি অপরাজিত ১০ রান করেন। ৪ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে ইসলামাবাদ।
করাচির হয়ে ১টি করে উইকেট নেন মহম্মদ আমির, আমের ইয়ামিন ও তাবরাইজ শামসি। উইকেট পাননি ইমদ, শোয়েব, অ্যান্ড্রু টাইরা। ম্যাচের সেরা ক্রিকেটারের পুুরস্কার জেতেন আজম খান।
এই জয়ের সুবাদে ইসলামাবাদ ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে করাচি থেকে যায় পাঁচ নম্বরেই। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে লাহোর কালান্দার্স। দ্বিতীয় স্থানে থাকা মুলতান সুলতানসের সংগ্রহে রয়েছে ইসলামাবাদের মতোই ৬ ম্যাচে ৮ পয়েন্ট।
For all the latest Sports News Click Here