PSG-র নতুন কোচ লুইস এনরিকে! দু বছরের চুক্তিতে প্যারিসে স্পেন ও বার্সার প্রাক্তনী
শেষ পর্যন্ত জল্পনাই সত্যি হয়েগেল। পিএসজির নতুন কোচ হলেন লুইস এনরিকে। ৫৩ বছর বয়সি স্প্যানিশ এই কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করল পিএসজি। কাতার বিশ্বকাপে স্পেন শেষ ষোলো থেকে বিদায় নিলে এনরিকে কে ছাঁটাই করেছিল স্পেনের ফুটবল ফেডারেশন। এরপর থেকে ফুটবল থেকে দূরেই ছিলেন লুইস এনরিকে। তবে এবার পিএসজিতে নতুন অধ্যায় শুরু করবেন এনরিকে। এদিনই ক্রিস্তফ গালতিয়ের ছাঁটাইয়ের খবর দিয়েছিল পিএসজি। তারপর থেকেই নানা জল্পনা শুরু হয়েছিল। তবে এর কয়েক ঘণ্টা মধ্যেই এনরিকের নাম ঘোষণা করে পিএসজি। লুইস এনরিকের নাম কোচ হিসেবে জানায় পিএসজি।
এখন পিএসজিতে এনরিকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে নতুন করে দল সাজানো এবং চ্যাম্পিয়ন্স লিগে ভালো ফল করা। প্রচুর অর্থ বিনিয়োগ করে ভালো ফুটবলার এনেও ইউরোপ সেরার মঞ্চে শিরোপার স্বাদ পায়নি পিএসজি। এই কারণে বহু কোচই চাকরি হারিয়েছেন। এমন কি ব্যর্থতার জন্য ফুটবলার মেসিকেও সরে যেতে হয়েছে। এখন এনরিকে কী করেন সেটাই দেখার। পিএসজির সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বার্সেলোনা ও স্পেনের প্রাক্তন কোচ এনরিকে। ইএসপিএন-এর খবর অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতেই এনরিকের সঙ্গে চুক্তিতে পৌঁছায় পিএসজি। তা আনুষ্ঠানিকভাবে জানানোর আগে কেবল ক্রিস্তফ গালতিয়ের সঙ্গে চুক্তি বাতিলের অপেক্ষায় ছিল পিএসজি। ক্রিস্তফ গালতিয়েরকে বরখাস্ত করার পর নতুন কোচ নিয়োগে একেবারেই সময় নিল না পিএসজি। ফরাসি চ্যাম্পিয়নদের দায়িত্ব চলে এলেন লুইস এনরিকে।
দলের আক্রমণাত্মক ফুটবল এবং চ্যাম্পিয়নস লিগের কথা মাথায় রেখেই এনরিকের সঙ্গে চুক্তিবদ্ধ পিএসজি। দুই মেয়াদে স্পেনের কোচ ছিলেন এনরিকে। এছাড়াও কোচ ছিলেন রোমা, বার্সেলোনার মতো ক্লাবের। এনরিকের অধীনে ২০১৪-১৫ মরশুমে ট্রেবল জিতেছিল বার্সেলোনা। বার্সাতে তিন বছর কোচের দায়িত্বে ছিলেন লুইস এনরিকে। প্রথম মরশুমেই বার্সাকে জেতান ‘ট্রেবল’। তার হাত ধরে পরে আরও একবার লা লিগা, আরও দুবার কোপা দেল রে শিরোপা জিতেছিল বার্সেলোনা। এদিকে ২০২২ বিশ্বকাপের শেষ ষোলো থেকে স্পেনের বিদায়ের পর কোচের পদ হারান এনরিকে। এরপর থেকে বেকার ছিলেন অভিজ্ঞ এই কোচ। একটা সময়ে স্প্যানিশ ক্লাব সেল্তা ভিগো ও সেরি আর দল রোমার দায়িত্বেও ছিলেন তিনি। তবে পিএসজি-তে তিনি চাপটা কটা সামলাতে পারেন সেটাই এখ দেখার।
For all the latest Sports News Click Here