PSG-র জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে মেসির অভিষেক ম্যাচ!কোন চ্যানেলে কখন দেখবেন খেলা
প্যারিস সাঁ-জা’র হয়ে লিগ ওয়ানে ইতিমধ্যেই মাঠে নেমেছেন লিওনেল মেসি। এখনও গোল পাননি। এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি’র জার্সিতে অভিষেক হওয়ার সম্ভাবনা আর্জেন্তাইন তারকার। ক্লাব ব্রুগের বিরুদ্ধে এ-গ্রুপের অ্যাওয়ে ম্যাচে প্যারিস একই সঙ্গে মাঠে নামাতে পারে মেসি-নেইমার-এমবাপে ত্রয়ীকে।
আপাতত দেখে নেওয়া যাক নতুন ক্লাবের হয়ে মেসির চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের সম্ভাবনা থাকা পিএসজি বনাম ক্লাব ব্রুগ ম্যাচ ভারতের ফুটবলপ্রেমীরা কোন চ্যানেলে ও মোবাইলে কবে, কখন, কীভাবে দেখতে পাবেন।
পিএসজি বনাম ক্লাব ব্রুগ চ্যাম্পিয়্ন্স লিগের গ্রুপ-এ’র ম্যাচ কবে অনুষ্ঠিত হবে: ১৬ সেপ্টেম্বর, ২০২১, বৃহস্পতিবার (আসলে বুধবার রাতে)।
কোথায় অনুষ্ঠিত হবে ম্যাচ: জাঁ ব্রেইডেল স্টেডিয়াম (বেলজিয়াম)।
কখন শুরু ম্যাচ: ভারতীয় সময় অনুযায়ী রাত ১২টা ৩০ মিনিটে শুরু ম্যাচ।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার: ভারতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলি সম্প্রচারিত হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। সোনি সিক্স, সোনি টেন-১ ও সোনি টেন-২ চ্যানেলে বেশিরভাগ ম্যাচ দেখা যাবে। তবে পিএসজি’র জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে মেসির অভিষেক ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে সোনি টেন-৩ ও সোনি টেন-৩ এইচডি চ্যানেলে।
মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: SonyLIV অ্যাপ ও ওয়েবসাইটে দেখা যাবে অনলাইন স্ট্রিমিং। JioTV-তেও দেখতে পাবেন ম্যাচ। এছাড়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
For all the latest Sports News Click Here