PSG ছাড়ছেন মেসি, বার্সেলোনায় ফিরবেন? নাকি খেলবেন CR7-দের লিগে?
পিএসজি ছাড়ছেন লিওনেল মেসি। আগামী শনিবার (৩ জুন) ফরাসি ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলবেন আর্জেন্তিনার অধিনায়ক। তবে এবার তিনি কোন দলে যোগ দেবেন, তা এখনও স্পষ্ট নয়। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মেসির ঘনিষ্ঠ এক ব্যক্তি ইতিমধ্যে জানিয়েছেন যে পরবর্তী মরশুমে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন বিশ্ব ফুটবলের রাজপুত্র। যে দেশের ক্লাবে এখন খেলেন মেসির সবথেকে বড় প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (সিআর৭)। আবার বার্সেলোনা সমর্থকদের আশা, মেসি হয়ত কাতালোনিয়া ক্লাবে ফিরে আসবেন। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। মেসি কোনও মন্তব্য করেননি। আল-হিলাল বা বার্সেলোনার তরফেও কিছু জানানো হয়নি।
এমনিতে মেসি যে পিএসজি ছাড়তে পারেন, সেই জল্পনা মাসকয়েক ধরেই চলছিল। তারইমধ্যে দিনকয়েক আগে পিএসজির যে নয়া মরশুমের জার্সি প্রকাশ করা হয়েছিল, সেখানে মেসির ছবি ছিল। তারপর একটি মহলের মনে ধারণা তৈরি হয়েছিল যে এবার ফরাসি ক্লাবে থেকে যেতে পারেন মেসি। যদিও শেষপর্যন্ত সেটা হচ্ছে না। বৃহস্পতিবার পিএসজির কোচ জানিয়ে দিয়েছেন, এবারই ফরাসি ক্লাব ছাড়ছেন বিশ্ব ফুটবলের মহাতারকা মেসি।
আরও পড়ুন: Lionel Messi: মেসিকে ফেরাতে ‘সবকিছু’ করবে দল! বার্সেলোনা সভাপতি লাপোর্তার বড় বার্তা
পিএসজির কোচ বলেন, ‘ফুটবলের ইতিহাসে সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সৌভাগ্য হয়েছে আমরা। (শনিবার) (পিএসজির জার্সি পরে) শেষ ম্যাচ খেলবে মেসি। আমি আশা করব যে সেদিন ওকে দারুণভাবে অভ্যর্থনা জানানো হবে।’ সঙ্গে তিনি বলেন, ‘ও সবসময় দলের সঙ্গে ছিল। পুরো মরশুমে ওর সঙ্গে সময় কাটাতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’
আরও পড়ুন: Lionel Messi: লক্ষ্মীলাভ সৌদিতে! মেসিদের ছাপিয়ে ফোর্বসের আয়ের তালিকার শীর্ষে CR7
উল্লেখ্য, ২০২১ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন মেসি। দু’বছরের চুক্তি হয়েছিল। সেই চুক্তির মেয়াদ এবারই শেষ হচ্ছে। ঢাকঢোল পিটিয়ে মেসিকে আনা হলেও পিএসজি সমর্থকদের কাছে কখনও ‘ঘরের ছেলে’ হয়ে উঠতে পারেননি। বরং তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। অথচ চলতি মরশুমে খুব একটা খারাপ ছন্দে ছিলেন না মেসি। এবার সব প্রতিযোগিতায় ২১ টি গোল করেছেন মেসি। ‘অ্যাসিস্ট’ করেছেন ২০ টি।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here