Priyanka-Rihanna: ছেলের মা হলেন রিহানা, শুভেচ্ছা বার্তা নতুন মা প্রিয়াঙ্কার
ছেলের মা হলেন জনপ্রিয় মার্কিন পপ তারকা রিহানা। ফেব্রুয়ারি মাসের শুরুতেই বয়ফ্রেন্ড এসাপ রকির হাত ধরে নিউ ইয়র্ক সিটির রাস্তায় বেবি বাম্প নিয়ে হাঁটতে দেখা গিয়েছিল রিহানাকে। ছবিতে স্পষ্ট ধরা পড়েছিল তাঁর বেবি বাম্প, আর সেই শুরু হইচই। ছেলে হওয়ার সুখবর এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি রিহানা, কিন্তু তাতে কী! সবমহল থেকে উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়াও পিছিয়ে থাকলেন না। সোশ্যাল মিডিয়ায় রিহানাকে মাতৃত্বকে আলিঙ্গন করবার জন্য অভিনন্দন বার্তা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
রিহানার প্রেগন্যান্সি শ্যুটের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন প্রিয়াঙ্কা। সেখানে নিজের বেবি বাম্প ফ্লন্ট করছেন রিহানা। সেই ছবির ক্যাপশনে পিগি চপস লেখেন, ‘অভিনন্দন রিহানা’ সঙ্গে জুড়ে দেন একটা হলুদ হার্টে ইমোজি।
চলতি বছর মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও। জানুয়ারি মাসেই সারোগেসির মাধ্যমে মা-বাবা হন নিয়াঙ্কা জুটি। এই তারকা দম্পতি মেয়ের নাম রেখেছে মালতি মেরি চোপড়া জোনাস। নির্ধারিত সময়ের প্রায় দু-মাস আগেই জন্ম হয়েছিল মালতির। ১০০ দিন এনআইসিইউ-তে থেকেছে একরত্তি।
মেয়ের জন্মের পর সম্প্রতি কাজে ফিরেছেন প্রিয়াঙ্কা। আপতত রুশো ব্রাদার্সের নেতৃত্বে তৈরি সায়েন্স ফিকশন সিরিজ সিটাডেল-এর শ্যুটিংয়ে ব্যস্ত তিনি। আমাজন প্রাইম ভিডিয়োতে স্ট্রিম হবে এই সিরিজ। প্রিয়াঙ্কা ছাড়াও এই সিরিজে রয়েছেন হলিউড তারকা রিচার্ড ম্যাডেন।
এই মুহূর্তে প্রিয়াঙ্কার হাতে রয়েছে একগুচ্ছ প্রোজেক্ট। হলিউডে ‘এন্ডিং থিংস’, ‘ইটস অল কামিং ব্যাক টু মি’-এর মতো প্রোজেক্ট রয়েছে তাঁর হাতে, পাশাপাশি বলিউডে পরিচালক ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবিতে ক্যাটরিনা এবং আলিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী।
For all the latest entertainment News Click Here