Pori Moni: ১০৩ ডিগ্রি জ্বর ১১ মাসের ছেলের! রাজ্যর চিন্তায় ঘুম উড়েছে পরীমনির
রাজের সঙ্গে দাম্পত্য সম্পর্ক তলানিতে। এখন ছেলেকে আঁকড়েই কাটছে পরীমনির দিন। গত কয়েক মাস যাবত স্বামী শরিফুল রাজের সঙ্গে এক ছাদের তলায় থাকেন না পরীমনি। দু-দিন আগে ছেলের ১১ মাসের জন্মদিনও একাই ঘটা করে সেলিব্রেট করেছেন বাংলাদেশের এই বিতর্কিত নায়িকা। তার মাঝে আমচকাই অসুস্থ ‘পরীর ডানা’ রাজ্য। হ্যাঁ, শিশুপুত্রের অসুস্থতার জেরে ঘুম উড়েছে পরীমনির।
ধুম জ্বর রাজ্যর। সোশ্যাল মিডিয়ায় ছেলের অসুস্থতার খবর জানান চিত্রনায়িকা। থার্মোমিটারে জ্বর মেপে দেখেন, ১০৩ ডিগ্রি ছুঁয়েছে শরীরের তাপমাত্রা। পরীমনি লেখেন-‘বাচ্চার এমন ভাবে জ্বর এই প্রথম হল।’ স্বাভাবিকভাবেই রাজ্যকে নিয়ে চিন্তিত পরীমনি।
এর আগে বখরি ইদের সময়ও অসুস্থ হয়ে পড়েছিল রাজ্য, সেই সময় মলদ্বীপে ছুটি কাটাতে ব্যস্ত ছিলেন রাজ। আর এখনও ঢাকায় নেই পরীমনির স্বামী। জানা গিয়েছে নায়ক এখন বাংলাদেশের ভান্ডারিয়া ঘুরতে গেছেন। গত দু-মাস যাবত একসঙ্গে থাকেন না পরীমনি ও তাঁর পঞ্চম স্বামী।
প্রসঙ্গত, গত ২৯শে মে শরিফুল রাজের ফেসবুক পেজ থেকে তিন বাংলাদেশি নায়িকার কিছু আপত্তিকর ছবি ও ভিডিয়ো ফাঁস হয়। যা রাজ-পরীমনির সম্পর্কের কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। পরীমনি স্পষ্ট বলেন, মিমকে ঘিরে তাঁদের দাম্পত্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তারপর থেকেই সম্পর্ক ছিল নামমাত্র। জুন মাসের শুরুতেই পরীমনি জানিয়েছিলেন, ‘রাজের সঙ্গে এখন শারীরিক, মানসিক কোনো অ্যাটাচমেন্টই নাই।…. এভাবে তো আর সংসার, সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়।’ ২৪ ঘন্টার মধ্যেই রাজের কাছে বিচ্ছেদও চেয়েছিলেন পরীমনি।
তারপরেও গত মাসে রাজ্যর ১০ মাসের জন্মদিনে পাশাপাশি বসে কেক কাটতে দেখা গিয়েছিল পরীমনি ও রাজকে। কিন্তু রাজ্যের ১১ মাসের জন্মদিনের উদযাপন ছিল বাবা-হীন। ২০২১ সালের অক্টোবর মাসেই ‘গুনিন’ ছবির শ্যুটিং সেটে অভিনেতা শরীফুল রাজকে গোপনে বিয়ে করেন পরীমনি। ২০২২-এর জানুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনে গোপন বিয়ের কথা ফাঁস করেন দুজনে। পরে সামাজিকভাবে ফের বিয়ে সারেন রাজ-পরীমনি। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ভাঙনের মুখে তাঁদের দাম্পত্য।
For all the latest entertainment News Click Here