Pooja Banerjee: মা হলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়, ছেলে হল না মেয়ে?
মা হলেন ‘কুমকুম ভাগ্য’ অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। সাতারু সন্দীপ সেজওয়াল এবং পূজার কোল আলো করে এসেছে কন্যা সন্তান। পূজার ভাই নীল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সন্দীপ এবং সদ্যোজাতের ঠাকুমা পূজার সঙ্গে হাসপাতালে রয়েছেন।
শ্যুটিংয়ের ফাঁকে নিজের মা হওয়ার সুখবর পেয়েছিলেন পূজা বন্দ্যোপাধ্যায়। গত বছর নভেম্বর মাসে ‘কুমকুম ভাগ্য’-এর সেট থেকে এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। খুশির খবর পেয়েই সেটে পৌঁছান তাঁর স্বামী সন্দীপ সেজওয়াল। ফেব্রুয়ারি মাস থেকেই কাজের থেকে ব্রেক নিয়ে নেন পূজা।
শনিবার পূজার ভাই টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘আমরা এই মুহূর্তে নাগপুরে আছি, পরিবারের নতুন সদস্যকে দেখার জন্য মুখিয়ে রয়েছি। আমাদের পরিবারের সবাই আনন্দে গা ভাসিয়েছি। একরত্তি বাবা এবং দাদি (ঠাকুমা) হাসপাতালে পূজার পাশে আছেন। একরত্তিকে দেখার জন্য আমরা আর অপেক্ষা করতে পারছি না।’ নীল জানিয়েছেন, একরত্তি শনিবার সকালে মুম্বাইয়ের এক হাসপাতালে জন্মগ্রহণ করে।
২০১৭ সালে সন্দীপ সেজওয়ালকে বিয়ে করেন পূজা। ডিসেম্বরে ছিল অভিনেত্রীর বেবি শাওয়ার। সেই সময়তেও একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন তিনি। করোনা মহামারীর মধ্যে প্রেগন্যান্সির খবর এলেও কাজ বন্ধ না রাখারই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। অনেকেই তাঁকে পরামর্শ দিয়েছিল এই সময়টা বাড়িতেই থাকার। তবে সেসব পাত্তা না দিয়ে সব রকম সাবধানতা অবলম্বন করে কাজ চালিয়ে যান।
‘কসৌটি জিন্দেগি কি ২’- এর ‘নিবেদিতা’র চরিত্রে দর্শক দেখতে পেয়েছে পূজাকে। এক সময় ‘এমটিভি রোডিজ ৮’-এর প্রতিযোগী ছিলেন অভিনেত্রী। ধীরে ধীরে রিয়ালিটি শো থেকে ডেইলি সোপে কাজ করতে শুরু করেন।
পূজার স্বামী সন্দীপ সেজওয়াল জাতীয় স্তরের সাঁতারু। প্রবাসী বাঙালি পূজা এবং সন্দীপ। একই স্কুলে পড়তেন তাঁরা। চতুর্থ শ্রেণি থেকে তাঁদের বন্ধুত্ব। অন্যদিকে, সাঁতারেও সমান দক্ষ পূজা বন্দ্যোপাধ্য়ায়। জাতীয় স্তরে সাঁতার প্রতিযোগিতায় মহারাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। অভিনেত্রী আগেই জানিয়েছিলেন, মেয়ের শখ তাঁর। দম্পতির কোল আলো করে এসেছে কন্যা সন্তান।
For all the latest entertainment News Click Here