PCB-র নতুন চেয়ারম্যান হওয়ার দৌড়ে রামিজ রাজা
শুভব্রত মুখার্জি
১৯৯২ সালে বিশ্বকাপজয়ী পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ডানহাতি ব্যাটসম্যান রামিজ রাজা। প্রাক্তন এই ক্রিকেটার বর্তমানে সারা বিশ্বের কাছে এক প্রসিদ্ধ ধারাভাষ্যকার। পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে খবর পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা পিসিবির পরবর্তী চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন রামিজ রাজা।
দেশের প্রধানমন্ত্রী তথা প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান নাকি স্বয়ং চাইছেন রাজাকে পিসিবির চেয়ারম্যান হিসেবে দেখতে। যা খবর তাতে পিসিবি তার বর্তমান চেয়ারম্যান এহসান মানির টার্ম আর বাড়াতে নারাজ। তবে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য রামিজ রাজার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেওএ তাঁকে ফোনে বা মেসেজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, এই মুহূর্তে দাঁড়িয়ে পিসিবির প্যাট্রন-ইন-চিফের দায়িত্বে রয়েছেন স্বয়ং ইমরান খান। এই মাসের শেষেই পিসিবির চেয়ারম্যান হিসেবে এহসান মানির সময় শেষ হবে। যা খবর তাতে আর কয়েকদিনের মধ্যেই ইমরান খানের তরফ থেকে দু’টি নাম পিসিবির গর্ভনিং বডির কাছে প্রস্তাব করা হবে। যাদের মধ্যে একজনকে সদস্যরা নির্বাচনের মধ্যে দিয়ে পিসিবির চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন।
তবে দু’জনের মধ্যে একজন সদস্য হিসেবে রামিজ রাজার নাম সামনে এলেও এখনও কোন কিছু নিশ্চিত নয়। প্রথমক্ষেত্রে মানি এবং আসাদ আলি খান, একজন সিনিয়র আমলার নাম সামনে এলেও পরবর্তীতে ইমরান খানের ইচ্ছায় ছবি অনেকটাই বদলে যায়। সূত্রের খবর অনুযায়ী, স্বাস্থ্যের কারণে মানিও তাঁর সময়কাল বৃদ্ধির পক্ষে ছিলেন না। তাছাড়া রামিজ রাজার আন্তর্জাতিক মঞ্চে যোগাযোগ খুব ভাল। তাই অনেকেই রামিজ রাজাকে নির্বাচনী দৌড়ে এগিয়ে রাখছেন।
For all the latest Sports News Click Here