PCB প্রধানের হাস্যকর ভুল! শাহিনকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বলে ফেললেন আশরাফ
শুভব্রত মুখার্জি: দেশের ক্রিকেট বোর্ডের প্রধান তিনি। আর সেই তাঁর কাছ থেকেই এতবড় ভুল! এটা হয়তো পাক সমর্থকরাও আশা করতে পারেননি। নাজম শেঠি ইস্তফা দেওয়ার পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবির প্রধান হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন জাকা আশরাফ। সেই তিনিই এশিয়া কাপের সূচি প্রকাশের অনুষ্ঠানে করে ফেললেন এক জঘন্য ভুল। নিজের দেশ তথা বিশ্বের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদিকে বিশ্বের অন্যতম সেরা বোলার না বলে সেরা ব্যাটার বলে দাবি করেছেন তিনি। এরপরেই নিজের দেশের ক্রিকেটার সম্বন্ধে এই রকম জঘন্য ভুলের জন্য চরম কটাক্ষের শিকার হতে হয়েছে জাকা আশরাফকে।
এশিয়া কাপ ২০২৩ সালের সূচি প্রকাশ উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক অনুষ্ঠানের। সেখানেই এমন আলটপকা মন্তব্য করেছেন জাকা আশরাফ।বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসেবে শাহিন আফ্রিদিকে যখন মিডিয়ার সামনে পরিচয় করাচ্ছিলেন পিসিবি প্রধান জাকা আশরাফ তখন অনেকেই বিষয়টিতে হকচকিয়ে গিয়েছিল। এরপরেই বিস্ময়ের ঘোর কাটতেই এশিয়া কাপের সূচি প্রকাশের অনুষ্ঠানে পিসিবি প্রধানের মন্তব্য ঘিরে তৈরি হয় বিতর্ক। অনেকেই বলেন জাকা আশরাফের এই মন্তব্য পাকিস্তান ক্রিকেটের অন্দরের বেহাল দশাকেই সামনে তুলে ধরেছে। অনেকেই প্রশ্ন তোলেন জাকা আশরাফের আদৌও কি পিসিবি প্রধান হওয়ার যোগ্যতা রয়েছে? অনেকে আবার বলেন কি করে জাকা আশরাফ দেশের ক্রিকেট বোর্ডের প্রধান হলেন? যে নিজেই জানেন না যে শাহিন শাহ আফ্রিদি একজন ব্যাটার নন, একজন বোলার! নিজের দেশের ক্রিকেটারদের সম্পর্কে এতটা উদাসীন মনোভাব প্রকাশ করে বিতর্ক উস্কে দিয়েছেন পিসিবি প্রধান।
প্রশ্ন উঠেছে পাক বোর্ডের প্রধান সত্যিই কি জানতেন না নাকি এটা নেহাতই মুহূর্তের ভুল করেছেন তিনি! যার উত্তর এখনও আপাতত আপামর ক্রিকেট প্রেমীদের কাছে নেই। জাকা আশরাফ নিজেও এই বিষয়ে কিছু মন্তব্য করেননি। পাকিস্তানের বাঁহাতি পেসার শাহিন এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের অন্যতম ত্রাস। বিশ্বের অন্যতম সেরা বোলার তিনি। আইসিসির টেস্ট বোলারদের ক্রমতালিকায় ৫ নম্বরে এবং ওয়ানডে ক্রিকেটে বোলারদের ক্রমতালিকায় ৯ নম্বরে রয়েছেন তিনি। তাঁকেই বিশ্বের প্রথম ১০ ব্যাটারের অন্যতম হিসেবে বলে বসেন পিসিবি প্রধান।
পিসিবি প্রধান বলেন, ‘আমাদের ব্যাটিং এবং বোলিং দুই শক্তিশালী। ব্যাটিংয়ের কথা বললে প্রথমেই আসবে অধিনায়ক বাবর আজমের নাম। ও এখন বিশ্বের এক নম্বর ব্যাটার। বিশ্বের প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে পাকিস্তানের একাধিক ক্রিকেটার রয়েছেন। এরপর শাহিন শাহ আফ্রিদির কথা আসবে সকলের সামনে। বিশ্বের প্রথম ১০ জন ব্যাটারের মধ্যে রয়েছেন শাহিন। পাকিস্তান দল যে ভাবে খেলছে, তাতে আমি খুশি। এশিয়া কাপের জন্য আমার শুভেচ্ছা রইল।’ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হওয়ায় দ্রুত ভাইরাল হয়েছে জাকা আশরাফের এই ভুল।
For all the latest Sports News Click Here