PCB-এর ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হলেন জাকা আশরফ
শুভব্রত মুখার্জি: পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি-তে এই মুহূর্তে চলছে বদলের হাওয়া। পিসিবি চেয়ারম্যান পদ থেকে অনেক দিন হল ইস্তফা দিয়েছেন নাজম শেঠি। তাঁর জায়গাতেই নয়া চেয়ারম্যান হতে পারেন জাকা আশরফ বলে ধরে নিয়েছিলেন অনেকেই। তবে পিসিবির চেয়ারম্যান না হলেও পিসিবির ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন জাকা আশরফ। পাকিস্তান সরকারের তরফে নতুন ১০ সদস্যের ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে। যার মেয়াদ চার মাস। এই কমিটির শীর্ষে বসানো হয়েছে জাকা আশরফকে।
আরও পড়ুন: Ashes 2023: হেডিংলেতে প্রথম দিনেই পড়ল ১৩ উইকেট, ১৯৫ রানে পিছিয়ে ইংল্যান্ড
এই কমিটি প্রথম মিটিংয়ে করবে লাহোরে। আগামী বৃহস্পতিবার তাদের প্রথম মিটিংয়ে বসবে জাকা আশরফের নেতৃত্বাধীন এই ম্যানেজমেন্ট কমিটি। জাকা আশরফের পরবর্তী পিসিবি চেয়ারম্যান হওয়ার কথা থাকলেও, তাঁকে কিছু দিন অপেক্ষা করতেই হবে। কারণ এই মুহূর্তে নির্বাচন পিছিয়ে গিয়েছে। আইনি জটিলতার কারণেই পিছিয়ে গিয়েছে এই নির্বাচন। বোর্ড অফ গভর্নর যারা এই চেয়ারম্যান বেছে নেবেন, তাদের বোর্ড আইনি জটিলতাতে পরার কারণেই এই নির্বাচন পিছিয়ে গিয়েছে।
আরও পড়ুন: বাস ডি’লিডের ঝড়, স্কটিশদের হারিয়ে বিশ্বকাপের ছাড়পত্র পেল ডাচেরা, গড়ল ইতিহাস
পিসিবির নির্বাচন কমিশনার আহমেদ শেহজাদ ফারুক রানাকে পাক সুপ্রিম কোর্টের তরফে অ্যাডভোকেট মাহমুদ ইকবাল খাকওয়ানি সরিয়ে দেওয়ার ফলেই এই জটিলতা তৈরি হয়েছে। পিসিবির চেয়ারম্যান নির্বাচন প্রথমে করার কথা ছিল ২৬ জুন। গুল মহম্মদ কাকার পিসিবির ম্যানেজমেন্ট কমিটির প্রাক্তন সদস্য কোর্টে একটি পিটিশন দাখিল করেন। বালুচিস্তান হাইকোর্টে এই পিটিশনের শুনানির দিন ধার্য হয়েছে ১৭ জুলাই। ফলে এই শুনানির আগে কোনও নির্বাচন সম্ভব নয়।
অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান আহমেদ শেহজাদ ফারুক রানা বোর্ড অফ গভর্নরদের মধ্যে হঠাৎ রদবদল করেন। যার বিরুদ্ধে আপিল করেন কাকার। রানা লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি এবং পেশোয়ারের সদস্যদের কমিটি থেকে সরিয়ে হায়দরাবাদ, লারকানা, দেরা মুরাদ জামাল এবং বাহাওয়ালপুরের সদস্যদের বসানোর ফলেই এই আইনি জটিলতা তৈরি হয়েছে।
For all the latest Sports News Click Here