PBKS vs SRH: শুরুতেই গাদাখানেক উইকেট হারানোয় ৩০-৪০ রান কম হল, হেরে আক্ষেপ শিখরের
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মরশুমে নিজেদের ষষ্ঠ ম্যাচে সাত উইকেটে পরাজিত হয় পঞ্জাব কিংস। ব্য়াট হাতে প্রথমে ১৫১ রান তোলে পঞ্জাব। সানরাইজার্স সহজেই মাত্র তিন উইকেট হারিয়ে সাত বল বাকি থাকতে রান তাড়া করে ফেলে। এই পরাজয়ের পর দলের ব্যাটিংয়ের দিকেই আঙুল তোলেন শিখর।
নিরন্তর ব্যবধানে উইকেট হারিয়ে একসময় ৬১-৪ হয়ে গিয়েছিল পঞ্জাব। সেখান থেকে লিয়াম লিভিংস্টোনের ৬০ রান দলকে উদ্ধার করে। ম্যাচের শুরুতে উইকেট হারানোর ফলেই দলে বড় রান তুলতে পারেননি বলে মনে করছেন এদিনের স্ট্যান্ড ইন অধিনায়ক শিখর। ম্যাচ হেরে তিনি বলেন, ‘আমরা শুরুতেই গাদাখানেক উইকেট হারানোয় ৩০-৪০ রান কম করি। তার জেরে শুরু থেকেই পিছনে ছিলাম। শুরুতে উইকেট পড়ে যাওয়ায় আমাদের উইকেট বাঁচিয়ে খেলতে হয়। হ্যাঁ, মাঝের ওভারগুলোয় আমরা ম্যাচে ফিরেছিলাম বটে, তবে শুরুর উইকেটগুলিই তফাৎ গড়ে দিল। আমরা পিচের অধিক বাউন্সের সঙ্গেও মানিয়ে নিতে অনেক দেরি করে ফেলি।’
(আইপিএলের টাটকা খবর, সূচি, ফলাফল, পয়েন্ট টেবিল ও দুর্দান্ত সব ছবি দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
ভবিষ্যতে দলের ব্যাটিংয়ে বিশেষত উইকেট বাঁচিয়ে রাখার দিকে আরও সতর্ক হতে হবে বলেই মনে করছেন এদিনের পঞ্জাব অধিনায়ক। ‘ব্যাটারদের সঙ্গে ১৩-১৪ ওভার পর্যন্ত যাতে আমরা উইকেট বাঁচিয়ে রাখতে পারি, সেই নিয়েই আলোচনা হবে। বোলাররা ঠিকঠাকই করছে। আমদের সব বিভাগেই ভাল করতে হবে এবং আশা করি নাগাড়ে তিন-চার ম্যাচ জিতে মরশুমের মোড় ঘুরিয়ে দিতে পারবে দল।’ আশাবাদী শিখর। পাশাপাশি দলের অধিনায়ক মায়াঙ্কও যে দ্রুতই ফিরবেন এবং তাঁর চোট গুরুতর নয়, সেকথাও জানান তিনি।
For all the latest Sports News Click Here