PBKS vs RCB LIVE Score, IPL 2023: কমলা টুপি নিজের দখলে করে পঞ্চাশ করলেন ফ্যাফ
![WhatsApp](https://bangla.hindustantimes.com/static-content/bangla/images/whatsapp-icon.png)
লাইভ আপডেটস
Updated: 20 Apr 2023, 03:39 PM IST
Sanjib Halder
২০ এপ্রিল, বৃহস্পতিবার আইপিএল ২০২৩-এ একটি ডাবল হেডার রয়েছে। দিনের প্রথম ম্যাচে পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হবে। বিকাল সাড়ে ৩টা থেকে মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে মুখোমুখি হবে উভয় দল।
চলতি মরশুমে এটি PBKS ও RCB-র ষষ্ঠ ম্যাচ। দু’জনই এখন পর্যন্ত দুটি করে জয় পেয়েছে এবং তিনবার হারের মুখোমুখি হয়েছে।
১১ ওভার শেষে RCB স্কোর ৯৮/০
এই ওভারে রাহুল চাহার দিলেন সাত রান। ৩ ওভারে তিনি দিলেন ১৯ রান। অন্যদিকে ফ্যাফ ৩৪ বলে ৫৬ রান এবং বিরাট কোহলি ৩২ বলে ৩৯ রান দিলেন।
১০ ওভার শেষে RCB স্কোর ৯১/০
লিভিংস্টোনকে বল করতে দেখা গেল। এই ওভারে তিনি ৯ রান দিলেন। ৩১ বলে ৫০ করলেন ফ্যাফ, ২৯ বলে ৩৮ করলেন বিরাট কোহলি।
ফ্যাফের পঞ্চাশ
৩১ বলে পঞ্চাশ করলেন ফ্য়াফ ডু প্লেসি। এর ফলে কমলা টুপি নিজের দখলে করলেন ফ্যাফ।
৯ ওভার শেষে RCB স্কোর ৮২/০
কমলা টুপি নিজের দখলে করলেন ফ্যাফ ডু প্লেসি। ২৭ বলে ৪৩ করে খেলছেন তিনি। বিরাট করেছেন ২৭ বলে ৩৬ রান।
৮ ওভার শেষে RCB স্কোর ৭৪/০
আবার ছক্কা, নাথান এলিসের ওভারের শেষ বলে ফের ছক্কা মারলেন ফ্যাফ। এই ওভারে ১১ রান নিল ব্যাঙ্গালোর।
সপ্তম ওভার শেষে RCB স্কোর ৬৩/০
দারুণ একটা ওভার করলেন রাহুল চাহার। এই ওভারে মাত্র চার রান খরচ করলেন চাহার। ২৩ বলে ৩২ করেছেন কোহলি। ফ্যাফের সংগ্রহ ১৯ বলে ২৮ রান।
ষষ্ঠ ওভার শেষে RCB স্কোর ৫৯/০
শেষ হল পাওয়ার প্লের খেলা। ৬ ওভার শেষে ম্যাচের রাশ নিজেদের দখলে রেখেছে RCB. ফ্যাফ ১৭ বল ২৭ রান করে খেলচেন এবং ১৯ বলে ২৯ রান করেছেন বিরাট কোহলি। ষষ্ঠ ওভারে বল করলেন স্যা কারান।
পঞ্চম ওভার শেষে RCB স্কোর ৪৯/০
আর্শদীপের জায়গায় বল করতে এলেন নাথান এলিস। এই ওভারে তিনি দিলেন ১০ রান। ফ্যাফ ১৪ বলে ২৩ রান করে খেলছেন অন্যদিকে বিরাট কোহলি ১৬ বলে ২৫ রান করে খেলছেন।
চতুর্থ ওভার শেষে RCB স্কোর ৩৯/০
জ্বলে উঠলেন ফ্যাফ ডু প্লেসি। হরপ্রীত ব্রার ওভারে দুটি ছক্কা মেরে রানের গতি বাড়ালেন ফ্যাফ। ১১ বলে ১৮ রান করে খেলচেন ফ্যাফ, ১৩ বলে ২০ রান করেছেন বিরাট কোহলি।
তৃতীয় ওভার শেষে RCB স্কোর ২২/০
আর্শদীপের ক্লাস নিলেন বিরাট কোহলি। এই ওভারে তিনি দুটি চার মারার পাশাপাশি একটি দু রান নিলেন। এ দিনের ম্যাচে আক্রমণাত্মক ব্যাটিং করছেন কোহলি।
দ্বিতীয় ওভার শেষে RCB স্কোর ১১/০
দ্বিতীয় ওভারেই বল করতে এলেন হারপ্রীত ব্রার। এই ওভারে বাউন্ডারি মারলেন বিরাট কোহলি। এই ওভারে ছয় রান দিলেন ব্রার।
প্রথম ওভারে RCB স্কোর ৫/০
প্রথম ওভার বল করতে এসেছিলেন আর্শদীপ সিং। ব্যাট হাতে নেমেছিলেন বিরাট কোহলি ও ফ্যাফ ডু প্লেসি। কোহলি ৩ বলে চার রান করেছেন অন্যদিকে রানের খাতা খুলতে পারেননি ফ্যাফ।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের একাদশ:
বিরাট কোহলি (অধিনায়ক), ফ্যাফ ডু’প্লেসি , মহিপাল লোমর, গ্লেন ম্যাক্সওয়েল, সুয়াশ প্রভুদেসাই, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হার্ষাল প্যাটেল, ওয়েন পার্নেল, মহম্মদ সিরাজ।
পঞ্জাব কিংসের একাদশ:
অথর্ব তাইডে, ম্যাথিউ শর্ট, হরপ্রীত সিং ভাটিয়া, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), স্যাম কারান (অধিনায়ক), শাহরুখ খান, হারপ্রীত ব্রার, নাথান এলিস, রাহুল চাহার, আর্শদীপ সিং।
ফ্যাফ ইমপ্যাক্ট প্লেয়ার!
এই ম্যাচে বিরাট কোহলি RCB-র নেতৃত্ব দেবেন। যদিও এই ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ফ্যাফ খেলছেন। তাঁর হিপে ব্যাথা সেই কারণে ফিল্ডিং করতে পারবেন না ফ্যাফ। সেই কারণেই ক্যাপ্টেন্সির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন বিরাট কোহলি।
টস জিতল পঞ্জাব কিংস
টস জিতল পঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কারান। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিল পঞ্জাব। ব্যাঙ্গালোরের নেতৃত্বে থাকবে বিরাট কোহলির হাতে।
ফের নেতৃত্বে বিরাট কোহলি
খেলছেন না শিখর ধাওয়ান, খেলছেন না ফ্যাফ ডু প্লেসি। টস করতে এলেন বিরাট কোহলি ও স্যাম কারান।
HT বাংলা লাইভে স্বাগত
পঞ্জাব তাদের আগের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২ উইকেটে জয় পেয়েছে। চোটের কারণে লখনউ-এর বিপক্ষে খেলা হয়নি ধাওয়ানের। আজকের ম্যাচে তার খেলা নিয়েও সাসপেন্স রয়ে গেছে। একই সময়ে, ফ্যাফ ডু প্লেসির নেতৃত্বে বেঙ্গালুরু তাদের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ৮ রানে হেরেছে। PBKS এবং RCB এখনও পর্যন্ত মোট ৩০ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এই সময়ে পঞ্জাব ১৭টি জয় পেয়েছে এবং ব্যাঙ্গালোর ১৩বার জিতেছে।
For all the latest Sports News Click Here