PBKS vs RCB, IPL 2023: বাচ্চাদের মতো ক্যাচ ফেললেন কোহলি, হাসির খোরাক নেটপাড়ায়
বিরাট কোহলি নিঃসন্দেহে ভালো ফিল্ডার। ফিল্ডিংয়ের ক্ষেত্রে হোক বা ক্যাচ ধরা- চোখ বুজে ভরসা করা যায় কোহলিকে। তবে একটা সময়ে কোহলি অনেক বেশি ক্যাচ ফেলে দেওয়ার জন্য সমালোচিত হয়েছেন। এবং বৃহস্পতিবার এ রকম আরও একটি ক্যাচ ফেলে খবরের শিরোনামে উঠে এসেছেন। কোহলি পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে আরসিবি-কে নেতৃত্ব দিয়েছেন। আর এই ম্যাচেই বাচ্চাদের মতো তিনি একটি ক্যাচ মিস করে হাসির পাত্র হয়েছেন।
তবে ক্যাচ মিস করার দোষটি পুরোপুরি কোহলির দোষ ছিল না। এক পরিবর্ত ফিল্ডার ক্যাচ নিতে যাওয়ায় কোহলি কিছুটা সংশয়ে পড়ে গিয়েছিলেন। তবে ক্যাচটি নেহাৎ-ই সহজ ছিল। একেবারে লোফা ক্যাচ। এ রকম ক্যাচ তিনি প্রতি বারই নিয়ে থাকেন। তবে এই বার মিস করে বসলেন।
আরও পড়ুন: রান না পেলে IPL জিতেও লাভ নেই- সঞ্জুর জাতীয় দলে সুযোগ নিয়ে শ্লেষ প্রাক্তন নির্বাচকের
ঘটনাটি ম্যাচের দ্বিতীয় ইনিংসের শেষের দিকে ১৭তম ওভারে ঘটেছিল। ১৩তম ওভারে পঞ্জাব কিংস ১০৬ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিল। তবে কোহলি ক্যাচ ফেলায় ম্যাচটিকে ১৯তম ওভারে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন জিতেশ শর্মা। পঞ্জাবের মনে তাঁরা আশাও জাগিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। পাঁচ ওভারেরও কম সময়ে ৪১ রানের একটি পার্টনারশিপ গড়েছিলেন জিতেশ-হরমনপ্রীত। তবে জিতেশ শেষ পর্যন্ত ২৭ বলে ৪১ রান করে ১৯তম ওভারের দ্বিতীয় বলে আউট হন জিতেশ। সেই সঙ্গে শেষ হয় পঞ্জাবের ইনিংস।
আরও পড়ুন: KKR-এর হয়ে অভিষেক বাংলাদেশের লিটনের, অল্প রানে ফেরালেন বাংলার তারকা মুকেশ
১৭তম ওভারের শেষ বলটি ছিল একটি ফুল-টস। যেটা জিতেশ বাতাসে ভাসিয়ে দেন। লং-অনে দাঁড়িয়ে থাকা কোহলি বুঝতে পারেননি যে, সুয়শ প্রভুদেশাই ডিপ মিড-উইকেট থেকে দৌড়াচ্ছেন। পরে বুঝে তিনি তাঁর হাত বাতাসে নাড়িয়ে ইশারা করে দেন, ক্যাচটি তাঁর নিয়ন্ত্রণে আছে। তবে কোহলি কী ইঙ্গিত করেছিলেন, তা বুঝতে না পেরে সুয়াশও ক্যাচ ধরতে চলে এসেছিলেন। যে কারণে কোহলি নিজের পজিশন ঠিক করে নিয়ে ক্যাচটা ধরতে পারেননি। তিনি হাত বাড়িয়ে ক্যাচটি ধরলেও, নিজের ভারসাম্য ধরে রাখতে পারেননি। আর ভারসাম্য ধরে রাখতে গিয়েই তিনি ক্যাচটি ফেলে দেন। একেবারে সহজ লোফা ক্যাচ ছিল। ভাগ্যিস এই ক্যাচ মিসের খেসারত পঞ্জাবকে দিতে হয়নি। এই ক্যাচটি ফেলায় জিতেশ জীবন দান পান। কিন্তু দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি।
প্রথমে ব্যাট করতে নেমে আরসিবি-র দুই ওপেনাপ ফ্যাফ ডু’প্লেসি এবং বিরাট কোহলি মিলে বড় রানের পার্টনারশিপ গড়েন। প্রথম উইকেটে তারা ১৩৭ রান করে। কোহলি ৫৯ রান (৪৭ বলে) করেন। ফ্যাফ করেন ৮৪ রান (৫৬ বলে)। ৪ উইকেটে ১৭৪ করে আরসিবি। জবাবে রান তাড়া করতে নেমে ১৮.২ ওভারে ১৫০ করে অলআউট হয়ে যায় পঞ্জাব কিংস। জিতেশের ৪১ ছাড়া, প্রভসিমরন সিং ৩০ বলে ৪৬ করেন। ৪ ওভারে ২১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন মহম্মদ সিরাজ।
For all the latest Sports News Click Here