PBKS vs LSG: পঞ্জাব বনাম লখনউ ম্যাচে দু’দলের সম্ভাব্য একাদশে চোখ রাখুন
শুক্রবার পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নবাগত আইপিএল দল লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হচ্ছে পঞ্জাব কিংস। সম্মুখসমরের আগে দু’দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে দেখে নেওয়া যাক। সেই সঙ্গে চোখ রাখা যাক পঞ্জাব বনাম সুপার জায়ান্টস ম্যাচের ফ্যান্টাসি একাদশেই বা কাদের রাখা যেতে পারে।
পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ:- শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল (ক্যাপ্টেন), ভানুকা রাজাপক্ষে, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, জিতেশ শর্মা (উইকেটকিপার), ঋষি ধাওয়ান, কাগিসো রাবাদা, রাহুল চাহার, অর্শদীপ সিং ও সন্দীপ শর্মা।
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ:- লোকেশ রাহুল (ক্যাপ্টেন), কুইন্টন ডি’কক (উইকেটকিপার), মণীশ পান্ডে, মার্কাস স্টইনিস, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, আয়ুষ বাদোনি, জেসন হোল্ডার, দুষ্মন্ত চামিরা, রবি বিষ্ণোই ও আবেশ খান।
আরও পড়ুন:- DC vs KKR: প্রায় মাটি থেকে ছোঁ-মেরে বল তুলে নিলেন পন্ত, শ্রেয়সকে ফেরাতে দুর্দান্ত ক্যাচ ঋষভের, ভিডিয়ো
সম্ভাব্য ফ্যান্টাসি একাদশ:-
নিরাপদ দল: কুইন্টন ডি’কক (ভাইস ক্যাপ্টেন), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন (ক্যাপ্টেন), মার্কাস স্টইনিস, ভানুকা রাজাপক্ষে, জিতেশ শর্মা, জেসন হোল্ডার, আবেশ খান, কাগিসো রাবাদা ও অর্শদীপ সিং।
আরও পড়ুন:- IPL 2022: ‘জানি না ওর মাথায় কী চলছে’, রংচটা কোহলিকে নিয়ে নিজের ধারণা স্পষ্ট করলেন BCCI সভাপতি সৌরভ
ঝুঁকিপূর্ণ দল: লোকেশ রাহুল (ক্যাপ্টেন), কুইন্টন ডি’কক, শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল (ভাইস ক্যাপ্টেন), ভানুকা রাজাপক্ষে, মার্কাস স্টইনিস, লিয়াম লিভিংস্টোন, ক্রুণাল পান্ডিয়া, কাগিসো রাবাদা, দুষ্মন্ত চামিরা ও অর্শদীপ সিং।
For all the latest Sports News Click Here