PBKS vs KKR IPL 2023 Live: খাওয়া-দাওয়ার পরে ঘুমোনো বারণ, সমর্থকদের মনে করাল KKR
কলকাতা নাইট রাইডার্স শেষবার আইপিএল চ্যাম্পিয়ন হয় ২০১৪ সালে। সুতরাং, পরবর্তী ৮টি মরশুমে ট্রফি জিততে পারেনি কেকেআর। ব্যর্থতার ধারা আরও দীর্ঘ পঞ্জাব কিংসের। তারা একবার মাত্র আইপিএলের ফাইনালে ওঠে। উল্লেখযোগ্য বিষয় হল, কলকাতা শেষবার আইপিএল চ্যাম্পিয়ন হয় পঞ্জাবকে হারিয়েই। অর্থাৎ, ২০১৪ সালে ফাইনালে উঠেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় পঞ্জাবকে। পরস্পরের বিরুদ্ধে লড়াই দিয়ে এবার নতুন উদ্যমে নতুন মরশুম শুরু করছে দু’দল। আইপিএল ২০২৩-র আগে পাকাপাকিভাবে নেতা বদলেছে পঞ্জাব। তারা নেতৃত্বের ব্যাটন হাতে তুলে দিয়েছে শিখর ধাওয়ানের। কলকাতাও ক্যাপ্টেন বদলাতে বাধ্য হয়েছে এবছর। চোটের জন্য স্কোয়াডে যোগ দিতে পারেননি শ্রেয়স আইয়ার। পরিবর্তে নীতিশ রানাকে সামনে রেখে লড়াই চালাবে কেকেআর। দুই অধিনায়কই চাইবেন জয় দিয়ে অভিযান শুরু করতে। এখন দেখার যে ম্যাচের শেষে হাসি মুখে মাঠ ছাড়েন কে।
পিচ থেকে সাহায্য পেতে পারেন পেসাররা
২০১৯ সালের পরে ফের আইপিএলের কোনও ম্যাচ আয়োজন করছে মোহালি। সাধারাণত মোহালির পিচে বাউন্স থাকে এবং পেসাররা সেখানে সাহায্য পান। তবে ব্যাটে যথাযথ বল আসে বলে রান তোলাও মুশকিল হয় না। সেদিক থেকে ব্যাট-বলের উত্তেজক লড়াই দেখা যেতে পারে মোহালিতে।
গত বছর লিগ টেবিলে দু’দলের অবস্থান
পঞ্জাব কিংস গতবছর ১৪টি লিগ ম্যাচের মধ্যে ৭টিতে জয় তুলে নেয়। তারা ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৬ নম্বরে থেকে অভিযান শেষ করে। কলকাতা নাইট রাইডার্স গত মরশুমে ১৪টির মধ্যে ৬টি ম্যাচ জিততে সক্ষম হয়। ১২ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের সাত নম্বরে থাকে।
For all the latest Sports News Click Here