PBKS vs CSK: দেখে নিন দুই কিংসের সম্ভাব্য একাদশ, কেমন হতে পারে ফ্যান্টাসি দল?
আইপিএল ২০২২-এর পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের আগে দেখে নেওয়া যাক দু’দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে। সেই সঙ্গে চোখ রাখা যাক পঞ্জাব বনাম সিএসকে ম্যাচের ফ্যান্টাসি একাদশেই বা কাদের রাখা যেতে পারে।
পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ: মায়াঙ্ক আগরওয়াল (ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো/ভানুকা রাজাপক্ষে, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), শাহরুখ খান, ন্যাথন এলিস/ওডিন স্মিথ, কাগিসো রাবাদা, রাহুল চাহার, বৈভব আরোরা ও অর্শদীপ সিং।
আরও পড়ুন:- ‘১৫ কোটি টাকার প্রতারণা করেছেন ইশান!’ MI ব্যর্থতার জন্য ভক্তরা দায়ী করল কিষাণকে
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, রবীন উথাপ্পা, আম্বাতি রায়াড়ু, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (ক্যাপ্টেন), ডোয়েন ব্র্যাভো, মিচেল স্যান্টনার, ডোয়েন প্রিটোরিয়াস, মাহিশ থিকসানা ও মুকেশ চৌধরী।
সম্ভাব্য ফ্যান্টাসি একাদশ:-
নিরাপদ দল: জিতেশ শর্মা, রবীন উথাপ্পা, শিখর ধাওয়ান, শিবম দুবে (ভাইস ক্যাপ্টেন), রুতুরাজ গায়কোয়াড়, ডোয়েন প্রিটোরিয়াস, লিয়াম লিভিংস্টোন (ক্যাপ্টেন), ডোয়েন ব্র্যাভো, কাগিসো রাবাদা, রাহুল চাহার ও মাহিশ থিকসানা।
আইপিএলের তাজা খবর, পয়েন্ট টেবিল, সূচি ও দুর্দান্ত সব ছবি দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়
ঝুঁকিপূর্ণ দল: জিতেশ শর্মা, রবীন উথাপ্পা (ভাইস ক্যাপ্টেন), শিখর ধাওয়ান (ক্যাপ্টেন), শাহরুখ খান, শিবম দুবে, ডোয়েন প্রিটোরিয়াস, লিয়াম লিভিংস্টোন, মিচেল স্যান্টনার, ডোয়েন ব্র্যাভো, রাহুল চাহার ও মুকেশ চৌধরী।
For all the latest Sports News Click Here