PBKS অধিনায়ক হয়েই ভারতীয় দলে জায়গা খোয়ালেন মায়াঙ্ক, দাবি হতাশ রবি শাস্ত্রীর
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের জন্য সম্প্রতি ভারতীয় দলের ঘোষণা করা হয়েছে। দুই দলের একটিতেও সুযোগ পাননি মায়াঙ্ক আগরওয়াল। প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীর মতে পঞ্জাব কিংসের অধিনায়কত্ব করাই কাল হল মায়াঙ্ক আগরওয়ালের জন্য
ভাল দল গড়েও এ বারের আইপিএলে প্লে-অফে কোয়ালিফাই করতে পারেনি পঞ্জাব। সাতটি জয় ও সমসংখ্যক ম্যাচ হেরে লিগ তালিকায় ছয় নম্বরে শেষ করেছে তারা। এর পিছনে অন্যতম বড় কারণ হল অধিনায়ক মায়াঙ্কের ব্যাট হাতে ব্যর্থতা। ১২ ইনিংসে মাত্র ১৬.৩৩ গড়ে মায়াঙ্ক এবারের আইপিএলে ১৯৬ রান করেছেন। শাস্ত্রীর মতে অধিনায়কত্বের বাড়তি বোঝাই মায়াঙ্কের পারফরম্যান্সের ওপর প্রভাব ফেলেছে এবং তার জেরেই ভারতীয় দল থেকে বাদ পড়েছেন তিনি।
ESPNcricinfo-র এক বিশ্লেষণমুলক শোয়ে শাস্ত্রী বলেন, ‘রবীন্দ্র জাদেজা এবং মায়াঙ্ক আগরওয়াল একই নৌকায় সফর করছে। মায়াঙ্ককে অপমান করে কিছু বলছি না, তবে একজন খেলোয়াড় যে আগেও কখনও অধিনায়কত্ব করেনি, তাঁকে এমনভাবে হুট করে দায়িত্ব দিয়ে দিলে ক্ষতি হতে পারে। খুবই খারাপ পরিণাম চোখে পড়তে পারে। এর জেরেই হয়তো ভারতীয় দলে ও সুযোগ পায়নি। নির্বাচকরা সব সময় বর্তমান ফর্মের বিচারে দল গড়বে। ওরা যা দেখবে সেই অনুযায়ী নিজেদের সিদ্ধান্ত নেবে।’
মায়াঙ্কের এই পরিণতিতে হতাশ শাস্ত্রী। ‘এই অবস্থা দেখে আমি খুবই দুঃখিত কারণ আমি জানি ও কেমন খেলোয়াড়। তবে অধিনায়কত্বের বোঝা যে কারুর উপরই চাপ তৈরি করবে। জাদেজাকেও তো চেনাই যায়নি। তেমনই মায়াঙ্কেরও একই পরিণতি হয়েছে। আমরা তো সকলেই জানি ক্রিকেটার হিসাবে ওরা কতটা দক্ষ। আশা করি এই পরিণতি ভবিষ্যতে ফ্রাঞ্চাইজিদের উদ্দেশ্যে একটি কড়া বার্তা দেবে, যে ভেবেচিন্তে দলের অধিনায়ক নির্বাচন করা উচিত।’ মত শাস্ত্রীর।ঁ
For all the latest Sports News Click Here