Pathaan box office: ৮ দিনে ৩৫০ কোটি, থামার নামই নিচ্ছে না শাহরুখের ‘পাঠান’ ঝড়
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এবং শাহরুখ খান , দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম অভিনীত পাঠান মুক্তির এক সপ্তাহ পরেও ফাটিয়ে ব্যবসা করছে বক্স অফিসে। মুক্তির ৮ নম্বর দিনেও এসে ছবিটি হিন্দিতে ভারতের বাজারে ব্যবসা করেছে ১৭-১৭.৫০ কোটির।
দ্বিতীয় বুধবারে এসে পাঠানের হিন্দি ভার্সান ভারতের বাজার থেকে ঘরে তুলেছে ৩৪৮.৫০ কোটি। মানে ৩৫০ কোটির ঘর ছুঁয়েই ফেলেছে প্রায়। আগামী কয়েক সপ্তাহে আর কোনও ভালো ছবি মুক্তি না পেলে এই ব্যবসার পরিমাণ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
boxofficeindia.com-এর একটি প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার থেকে প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে টিকিট বিক্রি। তবে কিছু কিছু জায়গায় সোম ও মঙ্গলবারে বেশ ভালো পরিমাণ দর্শক সমাগম হয়েছিল, যা ব্যালেন্স করে দিয়েছে বুধবারের আয়কে। আরও পড়ুন: মায়ের মৃত্যুশোকের মাঝেই রাখি পেলেন ধাক্কা! ‘আমার বিয়ে বিপদে’, কাঁদলেন হাপুস নয়নে
পাঠান প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী মোট ৬৩৪ কোটি সংগ্রহ করেছে। ভারতে যা ৩৯৫ কোটির মোট সংগ্রহ এবং ৩৩০.২৫ কোটির নেট সংগ্রহ সংগ্রহ। এর প্রথম সপ্তাহে মোট বিদেশী সংগ্রহ দাঁড়িয়েছে ₹ 239 কোটি। শাহরুখের এই অ্যাকশন থ্রিলার যুক্তরাষ্ট্রেও ভালো পারফর্ম করেছে। মাত্র পাঁচ দিনে ১.৯ মিলিয়ান ডলার মতো আয় করেছে। মোট ২২৩টি স্থানে মুক্তি পেয়েছে পাঠান সে দেশে। আরও পড়ুন: বিয়ের প্রস্তুতিতে দিল্লিতে সিদ্ধার্থ, কোথায়-কবে হবে সিড-কিয়ারার ‘ড্রিম ওয়েডিং’?
এর আগে বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটে জানিয়েছিলেন, ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ (২০২২)-এর হিন্দি সংস্করণ ১১ দিনে ৩০০ কোটিতে পৌঁছেছে, যেখানে আমির খানের ‘দঙ্গল’ (২০১৬) এর জন্য ১৩ দিন সময় নিয়েছে। ‘সঞ্জু’ (২০১৮) এবং ‘টাইগার জিন্দা হ্যায়’ (২০১৬) উভয়ই ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করতে ১৬ দিন সময় নিয়েছে। আমিরের ‘পিকে’ (২০১৪) এবং হৃতিক রোশনের ‘ওয়ার’ ৩০০ কোটির মাইলস্টোন ছুঁতে যথাক্রমে ১৭ দিন এবং ১৯ দিন সময় নিয়েছিল। সেখানে দেশীয় বক্স অফিসে মাত্র ৬ দিনে ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে পাঠান। যা নিসন্দেহে বড় পাওনা শাহরুখ-ভক্তদের কাছে।
তবে শাহরুখ ম্যাজিক এখনও বাকি। এখনও ওটিটি-তে আসা বাকি আছে পাঠানের। ফের একবার উঠবে ঝড়। তারপর বছরের মাঝামাঝি জুনে আসবে জাওয়ান। আর বছর শেষে শাহরুখ আনবেন ডাঙ্কি। এখন দেখার এই দুটো ছবিই পাঠান জাদু ধরে রাখতে পারে কি না!
For all the latest entertainment News Click Here