PAK vs NZ: মৌনব্রত ভেঙে সমালোচকদের জবাব দিলেন বাবর
পাকিস্তান ক্রিকেট ও বিতর্ক এখন সমার্থক শব্দ। একের পর এক বিস্ফোরক মন্তব্য, সমালোচনা ধেয়ে আসছে পাকিস্তান ক্রিকেটে। সম্প্রতি বড়সড় পরিবর্তন ঘটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে। বদল হয়েছে চেয়ারম্যান। নাজাম শেঠিকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচক মন্ডলীর প্রধান হয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। প্রাক্তন দুই খেলোয়াড় আব্দুর রাজ্জাক, ইফতিকার আঞ্জুম যোগ দিয়েছেন নির্বাচক মন্ডলীতে। সব কিছুর মধ্যেও প্রাক্তন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন। এবার নতুন বিতর্ক শুরু হল নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের একদিনের ম্যাচের জন্য দল নির্বাচন নিয়ে। নবনিযুক্ত নির্বাচক মন্ডলী টেস্ট এবং ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে।
জানা গিয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য দল বাছাইয়ের ক্ষেত্রে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও কোচ সাকলিন মুস্তাকের সঙ্গে আলোচনা করা হয়নি। দল নির্বাচন নিয়ে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে বিষয়টিকে এড়িয়ে যান পাক অধিনায়ক বাবর আজম। প্রশ্ন শুনে বাবর বলেন, ‘আমি মনে করি না এখন এটা নিয়ে কথা বলার সঠিক সময়। যখন একদিনের ম্যাচ শুরু হবে তখন দেখা যাবে।’
বাবরকে জিজ্ঞাসা করা হয়, পাকিস্তান বোর্ডের এই পরিবর্তন ড্রেসিংরুমে কোনও প্রভাব ফেলছে কিনা। এই প্রসঙ্গে তিনি জানান, ‘এখন খেলোয়াড়দের ফোকাস রয়েছে টেস্ট ম্যাচের দিকে। আমরা চেষ্টা করছি বাইরে যা হচ্ছে, তার প্রভাব দলে ফেলতে না দিতে। আমাদের কাজ খেলা এবং পারফর্ম করা। আমাদের ফোকাস নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে। দলের বাইরে কী হচ্ছে সেদিকে নয়। আমরা যদি বাইরের জিনিসগুলিকে নিয়ে ভাবতে শুরু করি, তাহলে আমাদের পারফরম্যান্সের মান খারাপ হবে। যা মোটেই কাম্য নয়।’
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ড্র হয়েছে। শেষ দিনের ১৫ ওভার বাকি থাকতে বাবর দলের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করেন। করাচিতে নিউজিল্যান্ডকে ১৩৮ রানের টার্গেট দেয় পাকিস্তান। খারাপ আলোর জন্য ৭.৩ ওভারে খেলা থামানোর নির্দেশ দেন আম্পেয়ার। নিউজিল্যান্ড ৬১ রান তোলে এক উইকেট হারিয়ে। ম্যাচটি ড্র হয়ে যায়। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ২ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট। তারপর তিনটি ওডিআই খেলবে দুই দল।
For all the latest Sports News Click Here