PAK vs NZ: প্রথম ইনিংসে পাকিস্তান তুলল ৪৩৮, জবাব জমাট কিউয়ি ওপেনাররা
বাবর আজমের সেঞ্চুরির পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৩৮ রান করল পাকিস্তান, যার জবাবে দারুণ শুরু করেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত নিউজিল্যান্ড কোনও উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ১৬৫ রান তুলেছে। নিউজিল্যান্ডের এদিনের ইনিংসে ডেভন কনওয়ে ৮২ রানে অপরাজিত রয়েছেন এবং টম লাথাম ৭৮ রানে অপরাজিত রয়েছেন। দিনের শেষে পাকিস্তানের চেয়ে এখনও ২৭৩ রান পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ডের দল।
আরও পড়ুন… ৩৭ বছরের কার্তিক খেললে তিনি কেন নয়? অস্ট্রেলিয়া টেস্টে উনাদকাটকে চান প্রাক্তনী
খেলার প্রথম দিনের শেষে পাকিস্তানের স্কোর ছিল পাঁচ উইকেটে ৩১৭ রান। এই স্কোর দিয়েই ম্যাচের দ্বিতীয় দিনের ইনিংস শুরু করেছিল পাকিস্তান। এরপরে ২৮০ বলে ১৬১ রান করে আউট হন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। নওমান আলি ৭৫ বল খেলে ৭ রান করে সাজঘরে ফিরে যান। মহম্মদ ওয়াসিম জুনিয়র ৫ বল খেলে ২ রান করে ইশ সোধির শিকার হন। মির হামজা ১ রান করেই আউট হন। তবে পাকিস্তানের উইকেট তাড়াতাড়ি পড়তে থাকলেও আঘা সলমন একাই ইনিংস সামলান। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন তিনি। ১৫৫ বলে ১০৩ রান করে টিম সাউদির শিকার হন তিনি।
আরও পড়ুন… সে যেভাবে ব্যাটিং করছে তাতে ODI-তেও ট্রিপল সেঞ্চুরিও হবে-কাকে নিয়ে বললেন গাভাসকর?
নওমান আলির সঙ্গে জুটি বেঁধে স্কোর বোর্ডে ৫৪ রান তোলেন আঘা সলমন। লাঞ্চের পর পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ৪৩৮ রানে। আউট হওয়া শেষ ব্যাটসম্যান ছিলেন আঘা সলমন, তিনি খেলেন ১০৩ রানের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেট নিয়েছেন টিম সাউদি। যেখানে এজাজ প্যাটেল, মাইকেল ব্রেসওয়েল এবং ইশ সোধি দুটি করে সাফল্য পেয়েছেন।
এর আগে অধিনায়ক বাবর আজমের সেঞ্চুরি এবং টেস্ট দলে ফেরা সরফরাজ আহমেদের ৮৬ রানের সঙ্গে পঞ্চম উইকেটে ১৯৬ রানের জুটি গড়েছিল পাকিস্তান। প্রথম টেস্টের প্রথম দিনেই বাজে শুরু করেছিল পাকিস্তান। তবে পাকিস্তানের ইনিংস সামলে নিয়েছিলেন বাবর আজম। তবে দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের বোলাররা কোনও সাফল্য পাননি। দুই ম্যাচের সিরিজে প্রথম থেকেই জিততে মরিয়া পাকিস্তান দলের সামনে এখন বড় চ্যালেঞ্জ হল নিউজিল্যান্ডের কঠিন ব্যাটিং লাইনআপ।
For all the latest Sports News Click Here