PAK vs ENG: রোহিত-শিখরকে পিছনে ফেলে বাইশ গজে ইতিহাস গড়ল বাবর-রিজওয়ান জুটি
বাইশ গজে শিখর ধাওয়ান ও রোহিত শর্মার রেকর্ডকে পিছনে ফেলে নতুন ইতিহাস তৈরি করলেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান জুটি। আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম জুটি হিসাবে ২০০০ রান টপকে ফেলল পাকিস্তানের এই জুটি। এখন তাদের জুটিতে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে স্কোর হয়েছে ২০৪৩ রান। শিখর ধাওয়ান ও রোহিত শর্মার মধ্যে রয়েছে ১৭৪৩ রানের জুটি।
এই তালিকার তিন নম্বরে রয়েছে আয়ারল্যান্ডের কেভিন ওবরয়েন ও পল স্টার্লিং-এর জুটি। এই জুটিতে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে রয়েছে ১৭২০ রান। এই তালিকার চার নম্বরে রয়েছে ভারতের আর এক জুটি। কেএল রাহুল ও রোহিত শর্মার জুটিতে রয়েছে ১৭০৪ রান। আর কয়েক দিনের মধ্যেই অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্ট শুরুর আগেই নিজেদের শক্তিকে পরীক্ষা করে নিচ্ছে প্রত্যেক দল।
আরও পড়ুন… IND vs AUS: ৪ ওভারে দিলেন ৫০ রান! T20I ক্রিকেটে এই প্রথমবার এত মার খেলেন বুমরাহ
এমন অবস্থায় পাকিস্তান দল নিজেদের শক্তিকে ঝালিয়ে নিচ্ছে। পাকিস্তান দলের সব থেকে বড় শক্তি হল তাদের ওপেনিং জুটি। ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের ওপেনিং জুটিতে চমক দেখিয়ে চলেছেন সাকলিন মুস্তাকের ছেলেরা।
রবিবার ইংল্যান্ড বনাম পাকিস্তানের টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে আবারও সফল হল বাবর-রিজওয়ান জুটি। আর তাদের সাফল্যের উপর দাঁড়িয়ে জয় পেল পাকিস্তান। সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ১১.৫ ওভারে ৯৭ রানের জুটি গড়েন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। ২৮ বলে ৩৬ রানে করে বাবর আজম আউট হলেও দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যান মহম্মদ রিজওয়ান।
আরও পড়ুন… আমি তোমাদের থেকে বেশি দূরে থাকব না, অবসর নিয়ে বিশেষ বার্তা লিখলেন ঝুলন গোস্বামী
প্রথমে ব্যাট করে চার উইকেটে ১৬৬ রান তোলে পাকিস্তান। মহম্মদ রিজওয়ান করেন ৬৭ বলে ৮৮ রান। শান মাসুদ করেন ১৯ বলে ২১ রানে। খুশদিল শাহ ২ রানে আউট হন। আসিফ আলি তিন বলে অপরাজিত ১৩ রান করেন। মহম্মদ নাওয়াজের সংগ্রহ ১ রান।
১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৩ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ফলে রোমাঞ্চকর ম্যাচে মাত্র তিন রানে পরাজিত হয় ইংল্যান্ড। ইংল্যান্ডের টপ অর্ডার ব্যর্থ হলেও লড়াই চালিয়েছিল মিডিল অর্ডার। কিন্তু সেই লড়াই-এ শেষ পর্যন্ত জিততে পারেনি ইংল্যান্ড। এদিনের হারের ফলে সাত ম্যাচের সিরিজের চার ম্যাচের পরে দুই দলই পেয়েছে দুটি পয়েন্ট।
For all the latest Sports News Click Here