Pak Vs Eng: ‘ভাই, এর বেশি ইংরেজি জানি না’, সরল স্বীকারোক্তি নাসিম শাহের
গত এক বছরে পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্স দুর্দান্ত হয়েছে। এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল। যাইহোক, ক্রিকেট মাঠে দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও,পাকিস্তানি খেলোয়াড়রা প্রায়শই একটি জিনিসের জন্য ট্রোলড হয়ে থাকেন এবং তা হল ইংরেজিতে তাদের দুর্বলতা। সর্বশেষ ঘটনাটি ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া পাকিস্তান বনাম ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজের সঙ্গে সম্পর্কিত। এই ম্যাচ নিয়ে সংবাদ সম্মেলনে পাকিস্তানি ফাস্ট বোলার নাসিম শাহকে ইংরেজিতে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভাই আমি মাত্র ৩০% ইংরেজি জানি আর সেটা এখানেই শেষ। এর পরই হাসিতে মুখরিত হয়ে ওঠে পুরো হল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে পাকিস্তানের পেস বোলার নাসিম শাহের সেই ভিডিয়ো।
আরও পড়ুন… PAK vs ENG: অসুস্থ ১৪, রহস্যময় ভাইরাস নিয়ে মুখ খুললেন রুট, পিছোতে পারে টেস্ট
রাওয়ালপিন্ডি টেস্টের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক নাসিম শাহকে ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন সম্পর্কে প্রশ্ন করেন। প্রতিবেদক জিজ্ঞাসা করলেন যে অ্যান্ডারসন ৪০ বছর বয়সী এবং এখন বিশ বছর বয়সী। তার দীর্ঘ ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন? তাই নাসিম বলেন, ‘এটা অনেক বড় অর্জন। কারণ আমি নিজে একজন ফাস্ট বোলার। আমি জানি এটা কতটা কঠিন। তিনি খেলার একজন কিংবদন্তি,আমরা তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমরা যখন দেখা করি,আমরা এই বিষয়ে আলোচনা করি। ৪০বছর বয়সেও খেলছেন তিনি। এখনও ফিট, আপনি কল্পনা করতে পারেন তিনি কত কঠোর পরিশ্রম করছেন।’
আরও পড়ুন… এবার পন্তকে ছেড়ে সঞ্জুকে খেলাতে বললেন থারুর, DC অধিনায়ককেই দলে চান লক্ষ্মণ
এরপর এ প্রতিবেদক নাসিমকে ফাস্ট বোলার হিসেবে অ্যান্ডারসনের দক্ষতা নিয়ে প্রশ্ন করেন। আমি শুধু জানতে চাইলাম,প্রতিবেদককে বাধা দিয়ে নাসিম ইংরেজিতে বলল, ‘ভাই,আমি মাত্র ৩০% ইংরেজি জানি। আমার ইংরেজি এখানেই শেষ, এর বেশি জানি। ঠিক আছে?’ নাসিমের এই উত্তর শুনে প্রেস কনফারেন্স হলে উপস্থিত সবাই জোরে জোরে হাসতে থাকে।এরপর সরাসরি ও স্পষ্ট ভাষায় একই প্রশ্ন করেন প্রতিবেদক। এবার নাসিম শাহ বললেন, ‘আমি তোমাকে বলেছিলাম,তিনি একজন কিংবদন্তি। তারা সকলেই জানে। সে জানে কীভাবে উইকেট পেতে হয়। কারণ তিনি সারা বিশ্বে ক্রিকেট খেলেছেন। যে কারণে তিনি বিশ্বের সেরা বোলারদের একজন। তার সব দক্ষতা আছে।’ ইংল্যান্ড ক্রিকেট দল টেস্ট সিরিজ খেলতে ১৭ বছর পর পাকিস্তান সফরে গিয়েছে। দুই দলের মধ্যে,টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে পাকিস্তানে ৭ টি টি-টোয়েন্টি সিরিজ খেলা হয়েছিল,যেটি জিতেছিল ইংল্যান্ড।
For all the latest Sports News Click Here