PAK vs ENG: ব্যাক্তিগত আক্রমণ করবেন না, আকিব জাভেদকে কড়া জবাব দিলেন বাবর আজম
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আকিব জাভেদ সম্প্রতি বাবর আজমের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলেছেন। এখন আকিবের জবাবে পাকিস্তানি অধিনায়ক বলেছেন, আলোচনা করুন কিন্তু ব্যক্তিগত আক্রমণ যেন না হয়। আজ থেকে অর্থাৎ ২০ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে পাকিস্তান। ম্যাচের একদিন আগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটা বলেন বাবর আজম।
বলে দেওয়া দরকার সম্প্রতি আকিব জাভেদ ওপেনার হিসেবে বাবর আজমের ব্যাটিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। জাভেদ পিএসএলে লাহোর কালান্দার্সের কোচ। তিনি বলেছিলেন, ‘যখন আমরা করাচি কিংসের বিরুদ্ধে খেলি এবং আমাদের মোট ১৮০ বা তার বেশি রান থাকে, আমরা কখনই বাবর আজমকে আউট করার চেষ্টা করি না। কারণ সে তাঁর নিজস্ব গতিতে খেলে যা প্রয়োজনীয় রান রেট বাড়ায়।’
আরও পড়ুন… IND vs AUS 1st T20I: নিজের প্লেয়িং একাদশ নিয়ে চাপে রোহিত! মাঠে নামার আগে তিন প্রশ্নের মুখে হিটম্যান
ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে আকিবের এই বক্তব্যের বিষয়ে একজন সাংবাদিক বাবর আজমের মতামত জানতে চাইলে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘তিনি নিশ্চয়ই ভেবেছিলেন যে তাঁর আউট হওয়া উচিত নয়, এটা ভালো ব্যাপার। দেখুন, প্রত্যেকেরই নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, আমরা এখন পাকিস্তান নিয়ে যত বেশি কথা বলি ততই ভালো। মানুষের নিজস্ব মতামত আছে এবং তারা যা বলছে তা আমরা শুনি না।’
আরও পড়ুন… কোহলি কি সচিনের শততম সেঞ্চুরির রেকর্ড ছুঁতে পারবেন? উত্তর দিলেন রিকি পন্টিং
বাবর আজম এই প্রসঙ্গে আরও বলেন, ‘আমরা বাইরের জিনিস নিয়ে বেশি ভাবি না এবং শুনিও না। আমার মনে হয় আপনি কথা বলুন, একজন খেলোয়াড় হিসেবে আপনি এই বিষয়গুলোর মধ্য দিয়ে গেছেন, এটা কতটা কঠিন, কতটা চাপ এবং কতটা দায়িত্বের সেটা জানেন। তাহলে ব্যক্তিগত আক্রমণ হওয়া উচিত নয়। আমি এখানে পুরো দলের কথা বলছি। আপনি একটি স্বাভাবিক আলোচনা এবং এটি সম্পর্কে কথা বলুন. কে কি বলছে তা নিয়ে আমরা মাথা ঘামাই না, যাই হোক না কেন।’
For all the latest Sports News Click Here