PAK vs ENG: কিং না ঘণ্টা, মুলতানে বাবরকে ‘জিম্বাবর’ বলে বিদ্রুপ দর্শকদের, ভিডিয়ো
ব্যাট হাতে ব্যর্থ নন মোটেও। বরং বাবর আজম বরাবরের মতো ধারাবাকিহতা বজায় রেখেছেন চলতি পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজেও। তবে দলের জয়ের জন্য হাপিত্যেশ করে থাকা পাক সমর্থকরা এতটাই অধৈর্য হয়ে পড়েন যে, সাময়িক ব্যর্থতায় বাবরকে বিদ্রুপ করতেও পিছপা হাননি তাঁরা।
মুলতান টেস্টের শেষ ইনিংসে জয়ের জন্য ৩৫৫ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নামে পাকিস্তান। প্রথম ইনিংসে দলের হয়ে সব থেকে বেশি ৭৫ রান করা বাবর আজম দ্বিতীয় ইনিংসে মাত্র ১ রান করে আউট হন। সমর্থকরা আশা করেছিলেন বাবর ব্যাট হাতে দলকে জয়ের পথে টেনে নিয়ে যাবেন। তবে সমর্থকদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি পাক দলনায়ক।
দরকারের সময় ব্যাট হাতে জ্বলে উঠতে না পারায় বাবরকে টিটকিরি শুনতে হয় গ্যালারির। আউট হয়ে সাজঘরে ফেরার সময় বাবরকে ‘জিম্বাবর’ বলে আওয়াজ দেওয়া হয়। এমনকি দর্শকরা তাঁকে ‘কিং না ঘণ্টা’ বলেও বিদ্রুপ করেন।
আরও পড়ুন:- INDW vs AUSW: অভাবনীয় সমর্থন, স্টেডিয়ামে হাজির ৪৭ হাজার দর্শককে ভিকট্রি ল্যাপে কুর্নিশ হরমনপ্রীতদের, ভিডিয়ো
ঘরের মাঠে এভাবে দর্শকদের বিদ্রুপের মুখে পড়তে হবে বাবর আজমের মতো সুপারস্টারকে, সেটা ভাবা নিতান্ত কঠিন। তবে এটা স্পষ্ট যে, ধৈর্যের বাঁধ ভাঙছে পাক সমর্থকদের।
আরও পড়ুন:- INDW vs AUSW: ভারতের জয়ে রেকর্ড বইয়ে হরমনপ্রীত, এমন ক্যাপ্টেন্সি নজির ছেলেদের ক্রিকেটে কারও নেই
উল্লেখ্য, বাবর আজম রাওয়ালপিন্ডির প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৩৬ রান করেন। দ্বিতীয় ইনিংসে ৪ রান করে আউট হন তিনি। এবার মুলতানের দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে পাক দলনায়কের ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ৭৫ ও ১ রান। সুতরাং, এখনও পর্যন্ত ২টি টেস্টের ৪টি ইনিংস মিলিয়ে বাবরের ব্যক্তিগত সংগ্রহ সাকুল্যে ২১৬ রান।
For all the latest Sports News Click Here