PAK vs AUS Live: অজি শিবিরে শাহিনের ধাক্কা, প্রথম ওভারেই আউট ফিঞ্চ
লাইভ আপডেটস
Updated: 11 Nov 2021, 09:43 PM IST
- পরে ব্যাট করা দল ম্যাচ জেতে, এই ছবিটা বদলাতে পারবেন বাবর আজমরা?
প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যেই চলতি টি-২০ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে নিয়েছে নিউজিল্যান্ড। এবার দ্বিতীয় সেমিফাইনালে সম্মুখসমরে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। পাকিস্তান একমাত্র দল হিসেবে চলতি টি-২০ বিশ্বকাপের সব ম্যাচ জিতে সেমিফাইনালে প্রবেশ করেছে। তারা সুপার টুয়েলভে হারিয়ে দিয়েছে ভারত, নিউজিল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড ও নমিবিয়াকে। অন্যদিকে অস্ট্রেলিয়া সুপার টুয়েলভের ৫ ম্যাচের মধ্যে ৪টিতে জয় তুলে নিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে হারলেও অজিরা পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে। এখন দেখার যে সেমিফাইনালের মুখোমুখি লড়াইয়ে প্রতিপক্ষকে টেক্কা দেয় কোন দল।
আউট ফিঞ্চ
অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। পাকিস্তানের হয়ে বোলিং শুরু করেন শাহিন আফ্রিদি। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন ওয়ার্নার। প্রথম ওভারে শাহিন আফ্রিদির তৃতীয় বলে এলবিডব্লিউ হন অ্যারন ফিঞ্চ। ১ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া ১ রানে ১ উইকেট হারায়। প্রথম ওভারে ১ রান ওঠে। ক্রিজে নতুন ব্যাটসম্যান মিচেল মার্শ।
পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ১৭৬/৪
পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৬ রান তুলেছে। ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন ফখর জামান। ১ বলে ১ রান করে নট-আউট থাকেন মহম্মদ হাফিজ। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ১৭৭ রান।
হাফ-সেঞ্চুরি ফখরের
৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ফখর জামান। স্টার্কের বলে পরপর ২টি ছক্কা হাঁকিয়ে অর্ধশতরানের গণ্ডি টপকে য়ান তিনি।
শোয়েব মালিকের উইকেট নিলেন স্টার্ক
১৯.২ ওভারে শোয়েব মালিককে ফেরালেন মিচেল স্টার্ক। ২ বলে ১ রান করে বোল্ড হন তিনি। পাকিস্তান ১৬২ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মহম্মদ হাফিজ।
আসিফকে ফেরালেন কামিন্স
১৮.১ ওভারে মিচেল স্টার্কের বলে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন আসিফ আলি। ১ বল খেলে খাতা খোলার আগেই মাঠ ছাড়তে হল আসিফকে। পাকিস্তান ১৫৮ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শোয়েব মালিক।
রিজওয়ানের উইকেট তুলে নিলেন স্টার্ক
১৭.২ ওভারে মিচেল স্টার্কের বলে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন মহম্মদ রিজওয়ান। ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫২ বলে ৬৭ রান করে ক্রিজ ছাড়েন রিজওয়ান। ক্রিজে নতুন ব্যাটসম্যান আসিফ আলি। ১৮ ওভার শেষে পাকিস্তান ২ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলেছে। ফকর জামান ৪০ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি মহম্মদ রিজওয়ানের
২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মহম্মদ রিজওয়ান। পাকিস্তান ১৪ ওভারে দলগত ১০০ রান টপকে যায়। ১৪ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১০৬ রান। রিজওয়ান ৫০ ও ফকর জামান ৮ রানে ব্যাট করছেন।
বাবরের উইকেট তুলে নিলেন জাম্পা
৯.৬ ওভারে অ্যাডাম জাম্পার বলে ডেভিড ওয়ার্নারের হাতে ধরা পড়েন বাবর আজম। ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ৩৯ রান করে পাক দলনায়ক। ১০ ওভারে পাকিস্তানের স্কোর ৭১/১। জাম্পা ২ ওভারে ৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। ক্রিজে নতুন ব্যাটসম্যান ফকর জামান।
পাওয়ার প্লের ৬ ওভারে পাকিস্তান ৪৭/০
৫.৬ ওভারে প্যাট কামিন্সের বলে মহম্মদ রিজওয়ানের ক্যাচ ছাড়েন অ্যাডাম জাম্পা। পাওার প্লে-র ৬ ওভারে পাকিস্তান বিনা উইকেটে ৪৭ রান তুলেছে। রিজওান ১৮ বলে ২১ রান করেছেন। ১৮ বলে ২৪ রান করেছেন বাবর আজম।
৩ ওভারে পাকিস্তান ২১/০
তৃতীয় ওভারে বল করতে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। তৃতীয় বল তুলে মারেন রিজওয়ান। পিছন দিকে অনেকটা দৌড়ে ক্যাচ ধরার চেষ্টা করেন ডেভিড ওয়ার্নার। যদিও বল তাঁর হাতে লেগে বাউন্ডারি লাইনের বাইরে চলে যায়। উইকেট খোয়ানোর বদলে চার রান উপহার পায় পাকিস্তান। ৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২১/০। বাবর ১৫ ও রিজওয়ান ৫ রানে ব্যাট করছেন।
ম্যাচ শুরু
পাকিস্তানের হয়ে যথারীতি ওপেন করতে নামেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়ার হয়ে বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। প্রথম ওভারে পাকিস্তান কোনও উইকেট না হারিয়ে ৬ রান তুলেছে। ১টি বাউন্ডারি মারেন বাবর।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
Dস্ট্রেলিয়া অপরিবর্তিত প্রথম একাদশ নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয়।
প্রথম একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জোস হ্যাজেলউড।
পাকিস্তানের প্রথম একাদশ
পাকিস্তানের প্রথম একাদশ অপরিবর্তিত।
প্রথম একাদশ: বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফকর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হ্যারিস রউফ এবং শাহিন আফ্রিদি।
টস জিতল অস্ট্রলিয়া
পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে মহাগুরুত্বপূর্ণ টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে অজি দলনায়ক অ্যারন ফিঞ্চ প্রত্যাশা মতোই প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানকে। সুতরাং, দুবাইয়ে টস হেরে শুরুতে ব্যাটিং বাবর আজমদের।
এই নিয়ে দ্বিতীয়বার সেমিফাইনালে পাকিস্তান-অস্ট্রেলিয়া
এই নিয়ে দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এর আগে ২০১০ সালে প্রথমবার টি-২০ বিশ্বকাপের শেষ চারে সম্মুখসমরে নেমেছিল দু’দল। সেটিও ছিল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। অস্ট্রেলিয়া সেই ম্যাচে ৩ উইকেটে পরাজিত করে পাকিস্তানকে।
বুড়ো দল পরিণত হয়েছে অভিজ্ঞ দলে
সেমিফাইনালের আগে অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, ‘দিন দশেক আগে আমরা ছিলাম বুড়োদের দল। এখন আমরা হলাম অভিজ্ঞ দল। ছবিটা এভাবেই বদলে গিয়েছে। আমরা এখানে এসেছিলাম চ্যাম্পিয়ন হওয়ার জন্য পরিচ্ছন্ন একটা পরিকল্পনা নিয়ে। এখনও সেভাবেই এগিয়ে চলেছি।’
কোন পথে সেমিফাইনালে অস্ট্রেলিয়া
১. দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়ে দেয়।
২. শ্রীলঙ্কাকে ৭ উইকেটে পরাজিত করে।
৩. ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাজিত হয়।
৪. বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে দেয়।
৫. ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮ উইকেটে জয় তুলে নেয়।
কোন পথে সেমিফাইনালে পাকিস্তান
১. ভারতকে ১০ উইকেটে পরাজিত করে।
২. নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেটে জয় জয় তুলে নেয়।
৩. আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দেয়।
৪. নমিবিয়ার বিরুদ্ধে ৪৫ রানে জয় তুলে নেয়।
৫. স্কটল্যান্ডকে ৭২ রানে পরাজিত করে।
পূর্ণ শক্তির দল নিয়েই সেমিফাইনালে পাকিস্তান
চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা পাকিস্তান দল গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল দুই নির্ভরযোগ্য তারকা মহম্মদ রিজওয়ান ও শোয়েব মালিক ফ্লু-তে আক্রান্ত হওয়ায়। তবে স্বস্তির খবর এই যে, দুই তারকাই ফিট হয়ে উঠেছেন। সুতরাং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়েই শেষ চারের লড়াইয়ে পাকিস্তান।
For all the latest Sports News Click Here