PAK vs AUS: পাটা পিচে ৫০০ পেরিয়েও মন ভরল না অজিদের, কচ্ছপ গতিতে অব্যাহত ব্যাটিং
পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্টে রাওয়ালপিন্ডির পাটা পিচ নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তবে পিচ ও মাঠ বদলালেও ছবিটা কিন্তু একই রয়ে গিয়েছে। করাচিতে দ্বিতীয় টেস্টেও ব্যাটের সঙ্গে বলের অসম প্রতিযোগিতা অব্যাহত। যার ফলে ম্যাচের দুই দিন যেতে না যেতেই আবার ড্রয়ের গন্ধ ভাসছে।
প্রথম দিনে নিজের ব্যাটিং দৌরাত্ম্য দ্বিতীয় দিনেও বজায় রাখেন উসমান খোয়াজা। ১৬০ রানে শেষমেশ তাঁর ম্যারাথন ইনিংস থামে। পাটা পিচে নাইট ওয়াচ ম্যান হিসাবে নেমে ন্যাথন লিয়ঁও ৩৮ রান করে দিয়ে যান। এরপর শেষ সেশনের প্রায় গোটাটাই অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্ক মিলে ক্লান্ত পাকিস্তান বোলিং লাইন আপের বিরুদ্ধে দাপটের সঙ্গে ব্যাট করেন। ক্যারি অবশ্য তাঁর শতরানের থেকে মাত্র সাত রান আগে, ৯৩ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন। ২৮ রানে অপরাজিত মিচেল স্টার্ককে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক প্যাট কামিন্স। তিনি এখনও নিজের খাতা খোলেননি।
দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫০৫ রান আট উইকেটের বিনিময়ে। করাচির পিচে অজিরা যে একবারই ব্যাট করতে চান, তা মোটামুটি স্পষ্ট। তবে ১৮০ ওভার ব্যাট করে ২.৮০ রান রেটে ব্যাট করাটা একেবারেই অজি সুলভ নয়, বিশেষত পাটা পিচে তো নয়ই। এই করাচির পিচও যে কতটা পাটা, তা অজিদের ব্যাটিং পারফরম্যান্স দেখলেই বোঝা যায়। একমাত্র মার্নাস ল্যাবুশেন শূন্য রানে আউট হওয়া ছাড়া, সবাই ভাল স্টার্ট পেয়েছেন। ইনিংসের দ্বিতীয় সর্বনিম্ন স্কোরার ট্রাভিস হেড। তিনি ২৩ রান করেন। এত কম গতিতে রান করার এবং এমন এক পিচে ৫০০ করতে দুই দিন লাগিয়ে দিয়েও ডিক্লায়ার না করার কামিন্সের সিদ্ধান্ত কিন্তু প্রশ্নের মুখে পড়ার প্রবল সম্ভাবনা।
For all the latest Sports News Click Here