Pak vs Aus: পাকিস্তানের আঁটোসাঁটো বোলিং, প্রথম দিনের শেষে কিছুটা চাপে অজিরা
অস্ট্রেলিয়া-পাকিস্তান তৃতীয় টেস্টেও কি রেজাল্ট হবে? নাকি আগের দু’টোর মতোই ড্র হতে চলেছে? এই নিয়ে চলছে জোর চর্চা। এর মাঝেই অবশ্য প্রথম দিনের শেষে কিছুটা হলেও চাপে অস্ট্রেলিয়া। আপাত দৃষ্টিতে এখনও অজিদের হাতে ৫ উইকেট রয়েছে। তারা এখনও অনেক রান করতে পারে। তবে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটাররা কিন্তু প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। যে কারণেই তারা প্রথম দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২৩২ রান করলেও কিছুটা চাপে রয়েছে।
এ দিন টসে জিতে প্রথমে ব্যাট নেয় অস্ট্রেলিয়া। তবে পাকিস্তানের শাহিন আফ্রিদি শুরুতেই ডেভিড ওয়ার্নার এবং মার্নাস ল্যাবুশানকে সাজঘরে ফেরালে বড় ধাক্কা খায় তারা। তৃতীয় ওভারেই শাহিন আফ্রিদি এক বলের ব্যবধানে অজিদের দুই তারকা ব্যাটারকে আউট করেন। দলের মাত্র ৮ রানের মাথায় ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।
এর পর দলের হাল ধরেছিলেন স্টিভ স্মিথ এবং উসমান খোয়াজা। তৃতীয় উইকেটে ১৩৮ রানের পার্টনারশিপ গড়ে তারা। কিন্তু ৫৯ করে স্মিথ আউট হওয়ার পরেই আরও ২ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। দুরন্ত ক্যাচ নিয়ে ছন্দে থাকা উসমানকে সাজঘরে ফেরান বাবর আজম। সাজিদ খানের বলে বাবর অনবদ্য ক্যাচ নেন। ৯১ করে আউট হন উসমান খোয়াজা। তিনি আউট হওয়ার পরেই ২৬ করে সাজঘরে ফেরেন ট্রেভিড হেডও। এখন ক্রিজে রয়েছেন ক্যামেরন গ্রিন (২০) এবং অ্যালেক্স ক্যারি (৮)।
পাকিস্তানের শাহিন আফ্রিদি এবং নাসিম শাহ নিয়েছেন ২টি করে উইকেট। সাজিদ খান নিয়েছেন ১ উইকেট। প্রশ্ন উঠেছে, প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া কিছুটা চাপে থাকলেও, এমন পাটা পিচে তৃতীয় টেস্টও ড্র হ?
পথে?
For all the latest Sports News Click Here