PAK vs AUS: নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট, সফরের আগে উত্তেজনায় ফুটছেন প্যাট কামিন্স
১৯৯৮ সালের পর প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২৪ বছর পর অজিদের প্রথম সফর নিয়ে উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলতে নামবেন প্যাট কামিন্সরা। সফর নিয়ে উত্তেজিত অজি অধিনায়ক কিন্তু দলের নিরাপত্তাজনিত ব্য়বস্থা নিয়ে বেশ সন্তুষ্ট।
সফর সম্পর্কে কামিন্স জানান, ‘আমদের তরফে যারা বিমানে চাপবেন, তারা সকলেই (নিরাপত্তা নিয়ে) সন্তুষ্ট। নিরাপত্তা বিভাগ অনেক খাটা খাটনি করে আমাদের সুরক্ষার বিষয়টা একেবারে সুনিশ্চিত করেছে। বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জৈব বলয়েরও দারুণ ব্যবস্থা করা হয়েছে। সুতরাং, আমরা নিশ্চিন্ত এবং ওখানে পৌঁছে শুধুমাত্র খেলার ওপরেই নিজেদের সমস্ত ফোকাসটা দিতে পারব।’
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের পর করাচি ও লাহোরে বাকি দুই টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। তিনটি ওয়ান ডে এবং একটি টি-টোয়েন্টির সবকটিই রাওয়ালপিন্ডিতে খেলা হবে। এই সপ্তাহেই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে অস্ট্রেলিয়া। তবে কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই নিজেদের মানিয়ে গুছিয়ে নেওয়ার জন্য কিন্তু সপ্তাহখানেকও সময় পাচ্ছে না অজি দল। তবে তা নিয়ে খুব বেশি চিন্তত নন কামিন্স। বরং সফরের জন্য রীতিমতো ফুটছেন তিনি।
‘সত্যি বলতে এই সফরটা একটা বিশেষ সফর হতে চলেছে। আমরা ওখানে প্রথমবার নতুন কিছু অভিজ্ঞতার মুখোমুখি হব। আমরা সকলেই এই নিয়ে ভীষণ উত্তেজিত এবং সকলেই মাঠে নামতে মুখিয়ে রয়েছে।’ দাবি কামিন্সের। প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিরুদ্ধে মাথায় আঘাত পেয়ে কনকাশড হওয়া স্টিভ স্মিথ ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন বলে জানান কামিন্স। এই সফরে টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে পাকিস্তানজাত উসমান খোয়াজা ওপেন করতে চলেছেন।
For all the latest Sports News Click Here