Pak vs Aus: এটা কি পাকিস্তান-ইরান বর্ডার! রাওয়ালপিন্ডির পিচ নিয়ে অজিদের মজা
২৪ বছরের মধ্যে এটি অস্ট্রেলিয়ার প্রথম পাকিস্তান সফর। অস্ট্রেলিয়া ১৯৯৮ সালের পর টেস্ট সিরিজের জন্য প্রথম পাকিস্তান সফরে এসেছে। মার্ক টেলরের দল ১৯৯৮ সালে পাকিস্তানে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল। তবে ২৪ বছর পরে মাঠে এসেই পাকিস্তানের পিচ নিয়ে মজা করল অস্ট্রেলিয়ার সম্প্রচারকারী সংস্থা ফক্স। পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পিচ দেখে অবাক অস্ট্রেলিয়ার সম্প্রচারকারী সংস্থা। এরপরেই পিচের ছবি তুলে পাক পিচ নিয়ে মজা করল তারা।
আসলে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পিচে ঘাসের দেখা পাওয়া যায়নি। সেই কারণেই ছবি তুলে তা রাস্তা এবং ফুটপাথ সঙ্গে তুলনা করল অস্ট্রেলিয়ার সম্প্রচারকারী সংস্থা ফক্স। ৪ মার্চ থেকে রাওয়ালপিন্ডিতে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর। অস্ট্রেলিয়া দল রবিবার পাকিস্তানে পৌঁছেছে এবং প্রথম টেস্টের আগে অনুশীলনের জন্য মাত্র তিনটি সেশন পেয়েছে। অজিদের ২২ দিনের মধ্যে তিনটি টেস্ট ম্যাচ খেলতে হবে, যেটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হতে চলেছে।
কোভিড-১৯ অতিমারীর পর থেকে প্যাট কামিন্সের দল অস্ট্রেলিয়ার বাইরে কোনও টেস্ট খেলেনি। বেশ কয়েকজন খেলোয়াড় প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার কোনও দেশে সফর করছেন। পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান দলের প্রথম ম্যাচের আগে, সম্প্রচারক ফক্স ক্রিকেট রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে মজা করেছে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পিচে কম ঘাস ছিল। সম্প্রচারকারীরা পিচের ছবি এডিট করে তাতে রাস্তার নাম ও ফুটপাথের ছবি যুক্ত করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়ে যায়।
অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অফ স্পিনার ন্যাথন লিয়ঁ বুধবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন যে রাওয়ালপিন্ডির উইকেট অনেকটা সংযুক্ত আরব আমির শাহির মতো। তিনি মনে করেন এটি একটি ভালো ব্যাটিং ট্র্যাক। লিয়ঁ বলেন, ‘আমাদের সব বিভাগেই ভালো খেলোয়াড় রয়েছে। আমদের যে দলই মাঠে নামুক না কেন, আমি নিশ্চিত তারা ভালো ও ইতিবাচক ক্রিকেট খেলবে।’
For all the latest Sports News Click Here